পরিচালকের পর এবার দেব-ও অসুস্থ! ‘প্রধান’র সেট থেকে এল বড় খবর, শোকাহত ভক্তরা

বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই শোনা গেছিল পরিচালক অরুন রায়ের ক্যান্সারের খবর। আর এবার নাকি দেব (Dev) নিজেই অসুস্থ। খবর চাউর হতেই উদ্বেগ ছড়িয়েছে অভিনেতার ভক্তমহলে। ইতিমধ্যেই রমরমিয়ে চলছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ (Byomkesh O Durga Rohosyo)। তবে একটা সাফল্যেই থেমে থাকার পাত্র আর যেই হোক দেব অন্তত নন। সেই কারণেই শুরু করে দিয়েছিলেন ‘প্রধান’ (Pradhan) ছবির কাজ।

তবে দূর্ভাগ্যের বিষয় হল, শ্যুটিংয়ের প্রথম দিনেই নাকি অসুস্থ তিনি। দিনকয়েক আগেই এই ছবির প্রথম পোস্টার শেয়ার করেছিলেন দেব। যদিও সেই পোস্টারে দেবের মুখ দেখা যায়নি। পুলিশের পোশাকে ধরা দিয়েছেন অভিনেতা। আর তার সেই ইউনিফর্মে লেখা রয়েছে তার নাম ‘দীপক প্রধান’। এছাড়াও ছবির চমক বাড়াতে ছবিতে রয়েছেন সোহম।

দীর্ঘ আট বছর পর দর্শক আবারও একবার সোহম-দেবকে একসাথে দেখবেন। এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সোহমও। তার বর্তমান শারীরিক গঠন দেখে কার্যত চমকেই গেছেন ভক্তরা। জানা যাচ্ছে, ছবির বেশ খানিকটা অংশের শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। কুয়াশাচ্ছন্ন পরিবেশে চুটিয়ে রোম্যান্স করবেন দেব সৌমিতৃষা।

আরও পড়ুন : পাত্তা পেল না পাঠান, ২১ দিনে গদরের আয় টেক্কা দিচ্ছে শাহরুখকে, এবার অস্কার দৌড়ে সানির ছবি!

সূত্রের খবর, গল্পের প্রয়োজনেই পাহাড়ী এলাকাকেই বেছে নিয়েছেন পরিচালক অভিজিৎ সেন। গত বুধবারই গোটা ইউনিট নিয়ে চালসায় পৌঁছে গেছেন পরিচালক। এরপর তাদের সাথে যোগ দেন দেব, সোহম ও সৌমিতৃষা কুণ্ডু। খুব সম্ভবত সেখান থেকেই একটি ছবি পোস্ট করেছেন অম্বরীশ ভট্টাচার্য। ছবিতে রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুন্ডু, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, মমতা শংকর ও কাঞ্চন মল্লিক।

আরও পড়ুন : গলা জড়িয়ে, কাঁধে উঠে রাখির দিন ‘বার্ষিকী” পালন কাঞ্চন-শ্রীময়ীর! তুমুল কটাক্ষ নেটিজেনদের

100866365

স্টুডিওপাড়ার খবর, আগামী ২ সপ্তাহ ধরে উত্তরবঙ্গেই চলবে শ্যুটিং। গত বৃহস্পতিবার সকাল সকাল ইউনিটের সাথে যোগ দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দেব ও সোহমের শ্যুটিং শুরু হবে বলে খবর। খুব শীঘ্রই নাকি অপর প্রযোজক অতনু রায়চৌধুরিও যোগ দেবেন তাদের সাথে। আর এত আয়োজনের মধ্যেই প্রবল জ্বরে আক্রান্ত দেব।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর