ভোটারদের স্লিপ বিলাচ্ছে রাজ্য পুলিশ! BJP প্রার্থী অভিযোগ তুলতেই দে দৌড়, ধূপগুড়িতে হুলুস্থূল

বাংলা হান্ট ডেস্কঃ গত ২৫ জুলাই হার্টের সমস্যা জনিত কারণে প্রয়াত হয়েছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির (Dhupguri) বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় (BJP MLA Bishnupada Roy)। বিধায়ক শুন্য ধূপগুড়িতে আজ মঙ্গলবার পনেরো তম বিধানসভা উপনির্বাচন (By Election) অনুষ্ঠিত হচ্ছে।

সকলের চোখ এখন সেদিকেই। বিগত কিছুদিন ধরে এই উপনির্বাচনকে ঘিরে ক্রমশই চড়েছে রাজনীতির পারদ। এদিকে ভোট শুরু হতেই বিধিভঙ্গের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ির জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়।

কী ঘটেছে? ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়ের একেবারে বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের স্লিপ দিতে দেখা গিয়েছে রাজ্য পুলিশকে। এমনই অভিযোগ বিজেপি প্রার্থী তাপসী রায়ের (BJP Candidate Tapasi Roy)। এই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: অভিষেক মামলায় বড় নির্দেশ হাইকোর্টের! বিরাট ধাক্কা খেল ED, মুখ পুড়ল তদন্তকারীদের

তবে বিজেপি প্রার্থীর অভিযোগ অনুরোধের পরই পুলিশ বুথের দরজা থেকে সরে দাঁড়ায় বলে জানা গিয়েছে। ওদিকে একাধিক জায়গায় বুথের ২০০ মিটারের মধ্যে পুলিশকে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

bjp tmc

আরও পড়ুন: ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় নয়া মোড়! বড় নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ

ওদিকে রাজ্য পুলিশের একাধিক কর্মী বুথের ভেতরে থাকার অভিযোগে বিজেপি প্রার্থীর সঙ্গে এডিশনাল এসপির খানিক বচসা হয় বলেও জানা গিয়েছে। ওদিকে পুলিশের দাবি বিজেপি প্রার্থী পুলিশি নিরাপত্তা বিধি ভঙ্গ করছেন। এখন হাইভোল্টেজ এই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেটাই দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর