ভেলকি! রাজ্যের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, আজ ফের তোলপাড় হবে দক্ষিণবঙ্গ?

বাংলা হান্ট ডেস্ক: দুদিন থেকে বৃষ্টির দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গে। দফায় দফায় চলছে বর্ষণ। ইতিমধ্যেই বঙ্গোপসাগেরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে ৷ তবে এর খুব বেশি প্রভাব এ রাজ্যে লক্ষ্য করা যাবে না বলেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে কলকাতা (Kolkata) এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ৮ ও ৯ সেপ্টেম্বর থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এই দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ সামান্য কমলেও আজ থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ‘যে রাজভবনে বসে রয়েছেন, তার টাকাটাও আমরা দিই!’, রাজ্যপালকে ফালাফালা আক্রমণ মমতার

উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

heavy storms and rains are coming in the night

আরও পড়ুন: ‘এজেন্সিকে ভয় পাবেন না, আমার পরিবারকেও তো হেনস্থা করছে’, কাদের বার্তা দিলেন মমতা?

ওদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গে বৃষ্টির বিশেষ কিছু পূর্বাভাস নেই। তবে আগামীকাল থেকে উত্তর বঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরের ওপরের দিকের জেলা গুলিতে রয়েছে ভারী থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর