বাংলা হান্ট ডেস্কঃ গত মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনা সামনে আসে। সেই ঘটনায় উঠে এসেছে র্যাগিং-এর তত্ত্ব! যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই আবহেই এবার ফের ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ। ঘটনাস্থল রানিগঞ্জ।
রানিগঞ্জের একটি হাইস্কুলে (Raniganj school) নবম শ্রেণির এক পড়ুয়ার ওপর জঘন্যতম অত্যাচারের অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজ্যে। নির্যাতিত ওই ছাত্রকে (School Student) ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে তারই কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে।
কী অভিযোগ? অভিযোগ নবম শ্রেণির ওই ছাত্রকে জোর করে প্রস্রাব খাইয়েছে তারই সহ পড়ুয়ারা। শুধু তাই নয়, ওই ছাত্রের চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছেটানোরও অভিযোগ সামনে এসেছে। ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশে।
আরও পড়ুন: ঠিক কতদূর পড়াশোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সঠিক তথ্য জানেন না অনেকেই
সূত্রের খবর, ইতিমধ্যেই অভিযুক্ত তিন ছাত্রকে আটক করেছে পুলিশ। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে বাইরে গিয়েছিল অভিযুক্ত তিন পড়ুয়া। সেই কথাই ক্লাস টিচারকে জানিয়ে দেওয়ায় ওই ছাত্রের ওপর হামলা চালায় তারা।
আরও পড়ুন: ED-র এক তথ্যেই বদলে গেল খেল! এবার আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা
নির্যাতিত ছাত্রের অভিযোগ, স্কুল ছুটির পর রাস্তার ধারে তাকে একা পেয়ে, চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে বেধড়ক মারধর করা হয়। সকলেই মুখোশ পরে তার ওপর হামলা চালায়। তার কথায়, ‘ওরা তিনজনই মুখোশ পরে ছিল। ব্যাপকভাবে মারধর করার পর ওরা জোর করে আমার মুখে প্রস্রাবও করে।”
গোটা এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ।