বাংলা হান্ট ডেস্ক : বসিরহাট তৃণমূল সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। তার বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতরাণার অভিযোগ। সেই মামলাতেই আজ জজ কোর্টে মামলা ছিল। যদিও আজ সেখানে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী সাংসদ। তারপরেই আলিপুরের জজ কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে নুসরতকে।
অন্যদিকে এই একই অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সমন নুসরতের বাড়ির দরজায় পৌঁছেছে। সূত্রের খবর, আগামীকালই তাকে জেরা করবেন তদন্তকারী কর্মকর্তারা। তার আগে আজ আলিপুর কোর্টে নুসরতের হাজির দেওয়ার কথা ছিল। তবে আগেরবারের মতোই, এবারও আদালতে আসার প্রয়োজনীয়তা মনে করেননি তিনি।
এই বিষয়ে নুসরতের আইনজীবী জানান, সামাজিক দায়বদ্ধতা এবং পারিবারিক কারণে তিনি আসতে পারছেন না। এরপরেই বিচারপতি বলেন, এরপর থেকে নুসরতকেই আসতে হবে কোর্টরুমে। এবং সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : ‘শুধু একটা রাত থাকার জন্য পা চাটতে হয়েছিল’! ডিভোর্সের পর বিষ্ফোরক বৈশাখী
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ সংস্থার ডিরেক্টর রাকেশ সিং সহ নুসরত এবং আরও ৮ জনের নাম উঠে এসেছে ইডির ব়্যাডারে। জানা যাচ্ছে প্রায় ৫০০ জন অবসর প্রাপ্ত কর্মচারীর থেকে টাকা উঠিয়েছিল এই সংস্থা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রত্যেককে একটা করে টু বিএইচকে ফ্ল্যাট দেওয়া হবে।
আরও পড়ুন : মায়ের মতই মিষ্টি, পর্দায় মাকে দেখে কী কান্ড করে ছোট্ট কবীর? নিজেই জানালেন কোয়েল
তবে ফ্ল্যাট তো মেলেইনি তার উপর দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন আমানতকারীরা। এই অভিযোগকে সামনে রেখে গড়িয়াহাট থানার লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। তারপরেই ইডির সমন পৌঁছে যায় নুসরতের বাড়িতে। এখন এই সাঁড়াশি চাপ অভিনেত্রী–সাংসদ কেমন করে সামলান সেটাই দেখার।