বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিককালে গতি বৃদ্ধি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। ভারতের দ্রুতগামী এই ট্রেনটি এবার আরো দ্রুত ছুটবে নিজের গন্তব্যে। এতদিন পর্যন্ত ভারতের গর্ব এই বন্দে ভারত এক্সপ্রেস 83 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলাচল করত। বন্দে ভারতের সেই গতি এবার বৃদ্ধি করে ঘন্টায় ১৩০ কিলোমিটার করা হয়েছে।
এর ফলে আরো ৩০ মিনিট আগে পৌঁছানো সম্ভব হবে গন্তব্যে। ইগাতপুরি-মনমাদ রুটে ট্রেনের গতি বৃদ্ধির কাজ করছে সেন্ট্রাল রেলওয়ে। ট্রেনের গতি বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে ট্র্যাকে। কাজ সম্পন্ন হলেই এই রুটে বন্দে ভারত আরো গতিতে চলাচল করতে পারবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে নামার পর বদলে গেছে এ দেশের রেল মানচিত্র।
আরোও পড়ুন : ভুলে যান দামি বাসমতির কথা! এবার বাংলার এই নিজস্ব সস্তা চালই করবে বাজার মাত, মানও ভালো
দ্রুতগতির এই ট্রেন কম সময়ে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যায় যাত্রীদের। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আধুনিক এই ট্রেন ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যেও বন্দে ভারতকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। এসি চেয়ার কার, এসি কেবিন কার, এসি স্লিপার কার এবং এসি ভার্সেটাইল কার রয়েছে এই ট্রেনে।
বন্দে ভারত এক্সপ্রেসের গতি বৃদ্ধি পেলে আরো বেশি সুবিধা পাবেন যাত্রীরা। গতি বৃদ্ধির ফলে অত্যন্ত কম সময়ে যাত্রীরা পৌঁছে যাবেন নিজেদের গন্তব্যে। এটি ছাড়াও বন্দে ভারতের গতি বৃদ্ধি পেলে আরো বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। একদিকে যেমন যাত্রীরা কম সময় পৌঁছে যাবেন নিজেদের গন্তব্যে।
আরোও পড়ুন : দুবাই সহ বিদেশে একাধিক বাড়ি! ১০০০ কোটি প্রতারণার অভিযোগে কুণালকে গ্রেফতার করল ED
অন্যদিকে আরও আরামদায়ক হবে যাত্রা। এর ফলে আরও উন্নত হবে রেল পরিষেবার (Indian Railways) মান। ট্রেনের গতি বৃদ্ধি হলে প্রসার ঘটবে পর্যটন শিল্পের। জোয়ার আসবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে। ইলেকট্রিক মাল্টিপল-ইউনিট ট্রেন হল এই বন্দে ভারত (Vande Bharat Express)।
এই ট্রেনের ডিজাইন করেছে রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (RDSO)। চেন্নাইতে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) নির্মাণ হয়েছে এই ট্রেনটি। দেশের অন্যান্য প্রান্তের সাথে এই ট্রেন পশ্চিমবঙ্গেও চলাচল শুরু করেছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকটি রুটে জনপ্রিয়তা লাভ করেছে বন্দে ভারত।