বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপের (2019 ODI World Cup) কথা নিশ্চয়ই অনেকেই এখনও মনে রেখেছেন। সেমিফাইনালে ভারতীয় দলের বিদায় হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে হেরে। সেই হাড্ডাহাড্ডি সেমিফাইনালে জেতার পর ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু নিয়মের বাঁধনে এবং কিছুটা অন্যায়ভাবে তাদের দুঃখজনক হার স্বীকার করতে হয়েছিল।
ওই ফাইনালে ইংল্যান্ডকে নিজেদের প্রথম ওডিআই বিশ্বকাপ জিতিয়ে নায়ক হয়েছিলেন বেন স্টোকস। এরপর ২০২২ সালে আচমকাই ওডিআই থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। এই একই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ব্রিটিশরা। ফাইনাল সহ গোটা টুর্নামেন্টে স্টোকসের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
২০২২ সালের জুনে ওডিআই থেকে অবসর নেওয়ার পর গত মাসে আচমকা নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলার চ্যালেঞ্জ নেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন তিনি। এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতে থাকা ইংল্যান্ডের ওডিআই সিরিজের দলে জায়গা পেয়ে আজ ব্যাট হাতে তাণ্ডব নৃত্য করলেন তিনি।
আরও পড়ুন: না চাইতেই হাতে চাঁদ পেলো BCCI! এবার দেশের মাটিতে ODI বিশ্বকাপ জিতবে রোহিতের ভারতই
কিউয়িদের বিরুদ্ধে আজকে ব্যাট করতে নেমে ১২৪ বলে ১৮২ রানের একটি অভাবনীয় ইনিংস খেলেছেন স্টোকস। মেরেছেন ১৫ টি চার এবং ৯ টি ছক্কা। ওডিআই এর মত ফরম্যাটে এতগুলি বল খেলার পরও তার স্ট্রাইক রেট ছিল ১৫০-এর কাছাকাছি। বলতে গেলে প্রায় তার একার দক্ষতায় নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৬৯ রানের টার্গেট রেখেছে ইংল্যান্ড। সেই সঙ্গে ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে ওডিআই ফরম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার সম্মানটিও জুটেছে তার কপালে।
আরও পড়ুন: বদলে গেল ইতিহাস! ১১ বছর ধরে চলে আসা পাকিস্তান সংক্রান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেলেন কোহলি
তার এই রুদ্রমূর্তি দেখে ভয়ে কাঁপছে অন্যান্য দেশগুলির সমর্থকরা। পরের মাস থেকে ভারতের মাটিতে আরম্ভ হচ্ছে বিশ্বকাপ। মজার ব্যাপার হলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ডই এই বিশ্বকাপের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ভারতের বেশিরভাগ স্টেডিয়ামের পাটা উইকেটে বেন স্টোকস প্রতিপক্ষের বোলিংকে যদি এভাবে ছিন্নভিন্ন করতে থাকেন তাহলে ইংল্যান্ডের পরপর দুটি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ভারতের বিরুদ্ধে তিনি মাঠে নামলে বুমরা, কুলদীপরা তাকে আটকাতে পারবেন তো।