বাংলাহান্ট ডেস্ক : ফের ডেঙ্গুর (Dengue) বলি কলকাতায় (Kolkata)। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণ চিকিৎসকের। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই তরুণ চিকিৎসকের মৃত্যু হয় শুক্রবার ভোরে। এই তরুণ চিকিৎসক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন মৃত্যুর পর তার দেহ দান করার। সেই মতো দান করা হল তার দেহ।
মৃত চিকিৎসকের নাম দেবদ্যুতি চট্টোপাধ্যায়। ২৮ বছরের দেবদ্যুতি ঢাকুরিয়ার শহিদ নগরের বাসিন্দা। কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজির চিকিৎসক ছিলেন তিনি। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই চিকিৎসক হাসপাতালে ভর্তি হন গত ১২ই সেপ্টেম্বর। শুক্রবার ভোর চারটে চল্লিশ মিনিটে মৃত্যু হয় তার।
আরোও পড়ুন : লাগবে না পারমিট, হবে না কোন দূষণ! একবার চার্জেই চলবে ১৬০ কিমি, ট্রায়ালেই চমক এই ই-গাড়ির
দেবদ্যুতির ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু ঘটেছে। এছাড়াও ডেথ সার্টিফিকেট উল্লেখ আছে ডেঙ্গির। এই তরুণ চিকিৎসকের আগে একবার রেনাল ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। এরপর তিনি আক্রান্ত হন ডায়াবেটিসে। মৃত্যুর পর তার ইচ্ছামত দেহদান করা হয়েছে। তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার এসএসকেএম হাসপাতালে।
প্রসঙ্গত, গত সোমবারই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অহিদুর রহমানের। তার বয়স মাত্র ২৩ বছর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এম টেকের ছাত্র অহিদুর রহমানের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘিতে। মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সে ভর্তি হয় গত ৩রা সেপ্টেম্বর। এরপর গত সোমবার হাসপাতালে মৃত্যু হয় তার। অহিদুরের ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে ডেঙ্গির।