বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার সকাল থেকেই গোটা মিডিয়া জুড়ে ছেয়ে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। প্রকাণ্ড এক অজগরের সাথে তাদের ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। সমালোচনায় ভরে উঠেছে সমাজ মাধ্যমের পাতা। ভাইরাল এক ছবিতে দেখা গেছে কেউ অজগর সাপের উপর পা দিয়ে চেপে রয়েছে। বৃহস্পতিবার সকাল সকাল এই ছবি সামনে আসতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সাপের উপর পা দিয়ে চেপে থাকার জন্য হাজার একটা সমালোচনাও শুনতে হয় অভিনেতাকে। শুক্রবার বেলা গড়াতেই মুখ খুললেন অভিনেতা নিজেও। প্রসঙ্গত উল্লেখ্য, এইমুহুর্তে সোহম ব্যস্ত ‘প্রধান’ ছবির শুটিং নিয়ে। গোটা ইউনিটের সাথে সোহম-ও রয়েছেন উত্তরবঙ্গে। তারা যে হোটেলে রয়েছেন সেই হোটেলের নিচেই এক বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়।
জানা যাচ্ছে সাপটি হল ইন্ডিয়ান রক পাইথন। এই সাপটিরই ছবি তুলে সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু। সাপটিকে হাতে নিয়ে পোজ দিয়েছিলেন সোহম নিজেও। সেখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। সাধারণ মানুষের অভিযোগ, বন্যপ্রাণীর সাথে এই আচরণ ঠিক নয়। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন সোহম নিজে।
আরও পড়ুন : দুর্গাপূজার ফিতে কেটেই লাখপতি! পুজো উদ্বোধনে টলিউড তারকাদের দর কত জানেন?
শুক্রবার ইনস্টাগ্রামে একই ছবি আবার পোস্ট করে সোহম লেখেন, ‘দেখছি, কিছু মানুষ পুরো বিষয়টা না জেনেই নিজেদের মতো মতামত জানাচ্ছেন। হয়তো তারা পুরো বিষয়টার সঙ্গে অবগত নন।’পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, বন দফতরের কর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে গেছেন। অভিনেতার কথায়, ‘হোটেলের নীচে গিয়ে বন দফতরের কর্মীদের সাহায্য করতেই সাপটিকে ধরি। ওর ক্ষতি করার কোনও ইচ্ছে আমার ছিল না।’
আরও পড়ুন : ‘সাধারণের সাধ্যের মধ্যে…’, ডোনা গাঙ্গুলীর নাচের স্কুলের বেতন শুনলে চমকে উঠবেন
অনেকেই আবার দেবকেও এই বিষয়ে জড়াচ্ছিলেন। সেই প্রসঙ্গে সোহম জানান, ‘‘এই ঘটনায় যে দেবের নাম নেওয়া হচ্ছে, সেটাও ঠিক নয়। কারণ, তিনি বারান্দা থেকে পুরো ঘটনাটি দেখছিলেন।’’ এর সাথেই অভিনেতার সংযোজন, ‘‘হয়তো আবেগের বশে ছবি তোলা হয়েছে ঠিকই। কিন্তু অত বড় সাপটিকে কারও ক্ষতি না করে কী ভাবে রাখা যায় তার জন্য সবাই সাহায্য করতেই চেয়েছিলেন।’’