ভয়াবহ দুর্ঘটনা! চোখের পলকে ভেঙে পড়ল বিমান, ১৪ জনের মৃত্যু

বাংলা হান্ট ডেস্ক: ব্রাজিলে (Brazil) ভয়াবহ বিমান দুর্ঘটনা! শনিবার অ্যামাজনে (Amazon) ভেঙে পড়ল বিমান (Plane Crash)। জানা গিয়েছে, ওই বিমানে দুই বিমান কর্মী-সহ মোট ১৪ জন ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। অ্যামাজন স্টেটের গভর্নর জানিয়েছেন, জনপ্রিয় পর্যটন স্থান বার্সেলসের (Barcelos) কাছে বিমানটি ভেঙে পড়ে।

জানা গিয়েছে, উত্তর অ্যামাজনের রাজধানী মানাউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। সেখানে প্রচুর দেশ-বিদেশের পর্যটকেরা আসেন। কার্যত এই স্থান পর্যটকদের হটস্পট।

 

মানাউস থেকে বার্সেলোসই ছিল ওই বিমানটির গন্তব্য। দেড় ঘণ্টার এই যাত্রাপথের মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। অ্যামাজনের গভর্নর লিমা (Governor Wilson Lima) দুর্ঘটনার জেরে শোকপ্রকাশ করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘শনিবার বার্সেলসে বিমান দুর্ঘটনায় মৃত ১২ জন যাত্রী এবং দু’জন ক্রু সদস্যদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। আমাদের উদ্ধারকারী দল যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে সাহায্য করার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’

এদিকে ওই বিমান সংস্থা মানাউস এয়ারট্যাক্সি (Air Taxi) ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ব্রাজিলে অল্প দূরত্ব যাওয়ার জন্য ছোট বিমান বা এয়ারট্যাক্সি চলে। মোট ১৮ জন বহন ক্ষমতা ছিল এই বিমানের। সংস্থার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, মাঝ আকাশে কোনও কারণে দুর্ঘটনা ঘটে। কিন্তু কী কারণে বিমান ভেঙে পড়ল, তার তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ওই বিমানে কয়েকজন মার্কিন নাগরিক ছিলেন। তবে জানা যাচ্ছে, মৃতরা সকলেই ব্রাজিলিয়ান। এদিকে সরকারের তরফে বলা হচ্ছে, যাত্রীরা সকলেই ব্রাজিলিয়ান পুরুষ, যাঁরা স্পোর্টস ফিশিংয়ের জন্য বার্সেলোসের দিকে যাচ্ছিলেন।

Monojit

সম্পর্কিত খবর