বাংলা হান্ট ডেস্ক: কানাডায় কুখ্যাত খলিস্তানি গ্যাংস্টারকে খুনের দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)।
ফেসবুকে পোস্ট দিয়ে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং বলেছে, ‘সত শ্রী আকাল। রাম রাম। কানাডার (Canada) উইনিপেগ শহরে খুন করা হয়েছে সুখা দুনুকের বামবিহা গ্রুপের ইনচার্জকে। লরেন্স বিষ্ণোই-এর গ্রুপ এর দায় স্বীকার করছে। এই মাদকাসক্ত ব্যক্তি তার নেশা মেটানোর জন্য টাকা জোগাড় করার জন্য বহু বাড়িঘর নষ্ট করেছে। ভাই গুরুলাল ব্রার ও ভিকি মিদ্দুখেকাকে হত্যার ঘটনায় সে বাইরে বসেই সব করেছে। সন্দীপ নাঙ্গল আম্বিয়াকে খুন করেছিল। কিন্তু এখন সে তার পাপের শাস্তি পেয়েছে। শুধু একটা কথা বলতে চাই যে, কিছু মানুষ এখনও বাকি আছে। তারা যেখানে খুশি যেতে পারেন, বিশ্বের যে কোনও দেশে যেতে পারেন। আমাদের সঙ্গে শত্রুতা করে আপনি রক্ষা পাবেন এমনটা ভাববেন না। কম বেশি সময় লাগতে পারে কিন্তু সবাই শাস্তি পাবে।’ এরপরই ‘জয় মহাকাল, জয় শ্রী রাম’ লিখেছে লরেন্স বিষ্ণোই। উল্লেখ্য, অন্য গ্যাংস্টারদেরও খতম করা হবে বলে এই পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণোই।
উল্লেখ্য, পাঞ্জাব (Punjab) থেকে পালিয়ে কানাডায় গা ঢাকা দিয়েছিল সুখদুল সিং (Sukhdool Singh)। NIA-এর তরফে বুধবার ‘মোস্ট ওয়ান্টেড’ ৪৩ জন জঙ্গি এবং গ্যাংস্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সুখদল সিং ওরফে সুখা দুনেকের নাম ছিল। স্বাভাবিকভাবেই তারপরই দুনেকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় রহস্য ঘনীভূত হচ্ছিল। কারণ এর আগে হরদীপ সিং নিজ্জার (Hardeep Singh Nijjar) মৃত্যুতে ভারত সরকারকে দায়ী করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। যা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা (Visa) পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।