বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। যবে থেকে এই ট্রেন চলতে শুরু করেছে তবে থেকেই যাত্রীদের প্রিয় পছন্দ হয়ে উঠেছে বন্দে ভারত। এই ট্রেনের একাধিক বৈশিষ্ট্য যাত্রীদের মন জয় করে নিয়েছে। সেমি হাই স্পিড এই ট্রেন একদিক থেকে যেমন দ্রুতগামী, অন্য দিক থেকে বেশ বিলাসবহুল।
তাই কম খরচায় দ্রুত আরামের সাথে গন্তব্যে পৌঁছাতে অনেকেই বেছে নিচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেসকে। সেই বন্দে ভারত এক্সপ্রেসে আসতে চলেছে কিছু বদল। বাংলায় ইতিমধ্যেই শুরু হয়েছে তিনটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল।হাওড়া-এনজেপি, হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটি রুটে সাফল্যের সাথে বন্দে ভারতের চাকা গড়াচ্ছে।
আরোও পড়ুন : উৎসবের মরশুমে বাড়বে বেতন! DA নিয়ে দুর্দান্ত ইঙ্গিত সরকারের, দেখুন মাসে আপনি পাবেন কত
তবে রেল কর্তৃপক্ষ এই ট্রেনগুলিকে আরো আধুনিক করতে চলেছে। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে বন্দে ভারত এক্সপ্রেসে যুক্ত করা হয়েছে নতুন ৩৫টি বৈশিষ্ট্য। ১৭.৩১ ডিগ্রি কোণ করে এতদিন হেলানো থাকত এই ট্রেনের রেক। এবার সেটি বাড়িয়ে করা হচ্ছে ১৯.৩৭ ডিগ্রি। এছাড়াও নরম করা হচ্ছে আসনের কুশন।
আরোও পড়ুন : ক্লাস সিক্সে পড়তে পড়তেই বিয়ে, ২০ বছরেই সন্তান! শত বাধা পেরিয়েও NEET’এ বাজিমাত রামলালের
২৫ শতাংশ কমানো হচ্ছে কুশনের কঠোরতা। এছাড়াও রং পরিবর্তন করা হচ্ছে এগ্জ়িকিউটিভ চেয়ার কারের (ইসিসি) আসনের। এবার থেকে ম্যাগাজিন ব্যাগ থাকবে ইসিসি-র শেষ দিকের আসনেও। এতদিন পর্যন্ত বন্দে ভারতের শৌচালয়ে জ্বলত ১.৫ ওয়াটের আলো। সেই আলোর পরিমাণ বৃদ্ধি করে ২.৫ ওয়াট করা হচ্ছে।
অপেক্ষাকৃত গভীর করা হচ্ছে হাত ধোয়ার বেসিন। এছাড়াও পরিবর্তন করা হচ্ছে শৌচালয়ের কল। বলা বাহুল্য, বহু ক্ষেত্রেই ট্রেনে কল ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে সেই সমস্যা অনেকটাই মিটবে। ট্রেনের কামরায় যে যন্ত্রের সাহায্যে চালকের সাথে কথা বলা যায়, সেই যন্ত্রের মান আরো উন্নত করা হচ্ছে।
আরও উন্নত ও প্রশস্ত করা হচ্ছে হুইল চেয়ার রাখার জায়গা। এছাড়াও আগুন লাগলে যাতে সহজে অগ্নি নির্বাপন যন্ত্র শনাক্ত করা যায় সেই জন্য যন্ত্রের বাইরের ঢাকা দেওয়া আবক্ষ আরো স্বচ্ছ করা হচ্ছে। একই সাথে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আরো কিছুটা উন্নত করা হচ্ছে। অটোমেটিক ডোর সিস্টেম নতুন ভাবে লাগানো হচ্ছে।