হবু বরও বড় ব্যবসায়ী! ভাইরাল দিদি নন্দিনীর প্রেমিকের পরিচয় জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক : হাজার একটা সমালোচনার মাঝে সুখবর শোনালেন ভাইরাল দিদি নন্দিনী (Nandini Didi)। দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে ভাইরাল দিদি (Viral Didi) জানিয়েছিলেন, ‘কদিন পরে তোরা হয়তো এখানে এসে আমাকে আর দেখতে পারবি না।’ দুঃখের সুরে তিনি বলেছিলেন, ‘আমাদের এখানে এখনও লোক উপরে উঠলে তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু কথাতেই তো আছে রাখে হরি মাকে কে!’

এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে যায় যে, নন্দিনী দিদির পাইস হোটেল এবার শীঘ্রই বন্ধ হতে চলেছে। তবে সেই আশঙ্কা যে নেহাতই অমুলক তা নিজেই জানিয়ে দিয়েছেন তিনি। আসলে ডালহৌসির হোটেল বন্ধ করে সাউথ কলকাতা এবং নিউ টাউনে আরও নতুন দুটো শাখা খুলতে চাইছেন তিনি। খবর সামনে আসতেই দিদিকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা।

তবে এবার যে খবর সামনে এল তা আরও বেশি চমকপ্রদ। সম্প্রতি শোনা যাচ্ছে, খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন নন্দিনী। এর আগেই একবার প্রেমিক রুদ্র দাসের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। আর এবার খবর, খুব শীঘ্রই দীর্ঘদিনের প্রেমিকের গলাতেই মালা দেবেন তিনি। আর সেটাও নাকি এই বছরের মধ্যেই। এমনকি পুজোর আগেই এনগেজমেন্টও সেরে ফেলতে পারেন তারা।

আরও পড়ুন : TRP তুলতে মা হবে কমলা! বাচ্চা মেয়ের প্রেগনেন্সির খবরে রেগে কাঁই নেটজনতা

এই প্রসঙ্গে নন্দিনী বলেন, ‘এখন বিয়ে না করলে আমার আর বিয়েই হবে না’! এখন অনেকেই জানতে চান যে, নন্দিনী তো নিজে স্বাবলম্বী, তার বিশেষ বন্ধু কী করেন? নন্দিনী জানিয়েছেন, রুদ্র নিজেও একজন ব্যবসায়ী। রুদ্রর রয়েছে হোটেল ব্যবসা, আর তাও আবার সিমলাতে। যদিও সেই হোটেল পাইস হোটেল নয় বরং থাকার হোটেল।

আরও পড়ুন : ‘যারা এসেছে সবাই আঁতেল’, বাংলা ইন্ডাস্ট্রির অধঃপতন নিয়ে বিস্ফোরক ডাকসাইটে খলনায়ক সুমিত গাঙ্গুলী

nandini didi

প্রসঙ্গত উল্লেখ্য, আজকের দিনে নন্দিনী হোটেল চালালেও একটা সময় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। চাকরি করতেন ব্যাঙ্গালোরে। তবে বাবা-মাকে সাহায্য করার জন্য ফিরে আসেন বাংলায়। এরপর ইউটিউবারদের সৌজন্যে খ্যাতির শীর্ষে পৌঁছে যান নিউ টাউনের এই মেয়ে। আজকের দিনে শহর, শহরতলী ছাড়িয়ে বাংলাদেশ থেকেও লোক আসে নন্দিনীর দোকানে। এহেন নন্দিনীর বিয়ে নিয়ে যে মাতামাতি হবেই সে কথা বলাই বাহুল্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর