বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলকে (Bangladesh Cricket Team) কেন্দ্র করে একের পর এক বিতর্ক চলছে শেষ কয়েক দিন ধরে। বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনাল স্কোয়াড নির্ধারণের আগে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল (Tamim Iqbal) এবং সাকিব আল হাসানের (Shakib Al Hasan) মধ্যে বিবাদের খবর ছড়িয়ে পড়ে। এরপর বিশ্বকাপের স্কোয়াডে দেখা যায় অভিজ্ঞ বাংলাদেশের ওপেনারকে বাদ দিয়েই বিশ্বকাপের দল নির্বাচন করেছেন সাকিব ও নির্বাচকরা।
এর পরেই তামিম ইকবাল একটি ভিডিও বার্তায় কিছু গোপন তথ্য প্রকাশ করেন। তিনি জানান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনুরোধ করেছিল ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারে খেলতে এবং প্রথম ম্যাচে মাঠে না নেওয়ার জন্য। ইনজুরি নিয়ে কিছু সমস্যা থাকলেও বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন তামিম এটা তার বিশ্বাস ছিল। তাই এই জাতীয় অনুরোধে তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং কিছু তর্ক বিতর্ক হয়। এরপর তামিম এবং নির্বাচকরা তাকে বিশ্বকাপের জন্য ফুল ফিট না হওয়ায় দলে না নেওয়ার সিদ্ধান্ত নেন। তামিম ঐ ভিডিও প্রকাশ করার পর একটি সাক্ষাৎকারে সাকিব এটাও জানেন যে সম্পূর্ণ সুস্থ না হলে কোন ক্রিকেটারের বিশ্বকাপের দলে না থাকাটাই শ্রেয়।
কিন্তু বিশ্বকাপ শুরুর আগে বিপাকে পড়ে গেলেন সাকিব নিজে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওয়ার্ম আপের সময়ে তিনি ফুটবল খেলছিলেন বাকি সতীর্থদের সঙ্গে। ওই ফুটবল খেলতে গিয়েই তিনি পায়ে চোট পান। আজ বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বিশ্বকাপের আগে। এই ম্যাচ এবং বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তিনি মাঠে নামতে পারবেন না।
আরও পড়ুন: তারকা অলরাউন্ডার বাদ! গত ৬ বছরে মাত্র ৩টি ODI খেলা তারকাকে বিশ্বকাপের ভারতীয় দলে নিলো BCCI
বিপদ এখানেই শেষ হচ্ছে না। এশিয়া কাপে মোটামুটি ভালো ফর্মে থাকা এই তারকা অলরাউন্ডার এবং বাংলাদেশী অধিনায়ক বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত বলে শোনা যাচ্ছে। যদিও এই সংক্রান্ত নিশ্চিত খবর কিছু পাওয়া যায়নি। যদি সত্যিই তিনি ওই ম্যাচে না নামতে পারেন তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা বড় ধাক্কা হবে।
আরও পড়ুন: ভারতীয় দলের সবচেয়ে বড় ২ দুর্বলতা এলো সামনে! বোলিং ও ব্যাটিং নিয়ে ভাবতে হবে রোহিতদের
বর্তমানে আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের বিরুদ্ধে খুব সহজেই রান তুলেছে শ্রীলংকা। বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসান ছাড়া শ্রীলংকার বোলারদের প্রথম ২৫ ওভারে বিপাকে ফেলতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বাকি বোলাররা।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’