এ যেন পেটের মধ্যে থাকা আস্ত আলমারি! অপারেশন করতেই যা যা বেরোল…..শুনলে আঁতকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : এক ব্যক্তি কয়েক দিন ধরে ভুগছিলেন অসহ্য পেটের ব্যথায়। সাথে ছিল বমি বমি ভাব। কিছুতেই ব্যথা না কমায় ওই রোগী শরণাপন্ন হন চিকিৎসকের। এরপর চিকিৎসকেরা এক্সরে করেন ওই ব্যক্তির পেটের। এক্সরে রিপোর্টে চিকিৎসকেরা যা দেখলেন তা রীতিমতো অবাক করে দেওয়া মতো।

তারপর ওই ব্যক্তির পেটে অপারেশন করে চিকিৎসকেরা বের করে আনলেন ইয়ারফোন, লকেট, স্ক্রু এর মতো সহস্র জিনিস। এমনকি ওই ব্যক্তির পেট থেকে মিলেছে রাখিও! দুদিন ধরে জ্বর ও অসহ্য পেটের ব্যথায় কাবু হয়ে ৪০ বছরের ওই ব্যক্তি ভর্তি হন পাঞ্জাবের মোগার মেডিসিটি হাসপাতালে। এরপর ওই রোগীর পেটের এক্সরে করেন হাসপাতালের চিকিৎসকেরা।

আরোও পড়ুন : রেশন নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের! এই সময় পর্যন্তই বিনামূল্যে মিলবে সুবিধা

এক্সরে রিপোর্ট দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় পঞ্জাবের মোগার মেডিসিটি হাসপাতালের চিকিৎসকদের। একনজরে দেখলে মনে হবে এ যেন পেট নয়, আস্ত একটা আলমারি। চিকিৎসকরা এক্সরে রিপোর্ট পরীক্ষা করে দেখেন ওই ব্যক্তির পেটের মধ্যে রয়েছে একাধিক ধাতব বস্তু। এরপর ওই ব্যক্তির অস্ত্রোপচার চলে তিন ঘন্টা ধরে।

আরোও পড়ুন : এখন মোবাইল নম্বর পোর্ট করা হবে আরোও কঠিন! নয়া নিয়ম জারি, কোমড় বেঁধে নামছে TRAI

কীভাবে ওই ব্যাক্তি জিনিসগুলি খেয়ে ফেলেছিলেন তা বুঝতে পারছেন না তার পরিবারের সদস্যরাও।অস্ত্রোপচার করে চিকিৎসকেরা ওই ব্যক্তির পেট থেকে শতাধিক জিনিস বের করে আনেন। বছর চল্লিশের ওই ব্যক্তির পেট থেকে অপারেশনের পর বের হয় ইয়ারফোন, ওয়াশার, নাটবল্টু, তার, রাখি, লকেট, বোতাম, মোড়ক, মাথার ক্লিপ, জিপার ট্যাগ, একটি মার্বেল ও একটি সেফটিপিন।

operation theatre

হাসপাতালের ডিরেক্টর ডঃ অজমিল কালরা রীতিমত তাজ্জব বনে গেছেন এই ঘটনায়। তাঁর জীবনে এমনটা কখনো দেখেননি তিনি। তাঁর কথায়, ওই ব্যক্তি দু বছর ধরে ভুগছিলেন পেটের সমস্যায়। জিনিসগুলি পেট থেকে বের করে আনা গেলেও অবস্থা ভালো নয় রোগীর। দীর্ঘদিন ধরে ওই জিনিসগুলি পেটের মধ্যে থাকায় তিনি অসুস্থ হয়েছিলেন। তবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর