গত তিন মাসে মোট ২১ টাকা বৃদ্ধি! পুজোর আগে ফের একবার বাড়ল কেরোসিন তেলের দাম

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার দাম বাড়ল কেরোসিন তেলের। দুর্গাপুজোর মুখে কেন্দ্রীয় সরকার লিটার প্রতি কেরোসিনের দাম বৃদ্ধি করল সাড়ে চার টাকা। জুন মাস থেকে এই নিয়ে কেরোসিন তেলের দাম লিটারে ২১ টাকা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দাম বৃদ্ধির ফলে গ্রাহকদের লিটার প্রতি কেরোসিন তেল কেনার জন্য খরচ করতে হবে ৮০ টাকারও বেশি।

আমাদের দেশে অধিকাংশ মানুষ এলপিজি সিলিন্ডারে রান্না করলেও, দরিদ্র পরিবারগুলি রান্নাবান্নার জন্য ভরসা রাখে কেরোসিন তেলের উপর। একটি সরকারি সূত্র বলছে, চাহিদা কম থাকার জন্য অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই–সেপ্টেম্বর) রাজ্য সরকার মোট বরাদ্দের ৬০ শতাংশ কম কেরোসিন তেল তুলেছে। এই আবহে ফের একবার বৃদ্ধি পেল কেরোসিন তেলের দাম।

আরোও পড়ুন : ‘সাড়া দিতে বয়েই গেছে’….চন্দ্রযান ৩’র মতোই অবস্থা হয়েছিল এই ৭টি মহাকাশযানের অবস্থাও

দাম বৃদ্ধি পাওয়ায় অনেক গরীব পরিবার কেরোসিন না কিনতে পেরে রান্না করছে কাঠ কয়লায়। এই কাঠ কয়লা পুড়িয়ে রান্নার ফলে দুভাবে ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা পরিবেশবিদদের। পরিবেশবিদদের বক্তব্য, এর ফলে সরাসরি দূষণ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, কাঠ কয়লায় রান্নার ফলে শারীরিক ক্ষতি হচ্ছে মহিলা ও শিশুদের।

আরোও পড়ুন : একটানা বৃষ্টি! এবার DVC’র এই সিদ্ধান্তে ভেসে যেতে পারে গ্রামের পর গ্রাম, আতঙ্ক সৃষ্টি রাজ্যে

গাছ পুরানো হয়ে গেলে তাতে বৃদ্ধি পায় কার্বনের মাত্রা। এরপর সেই গাছের কাঠ যদি পোড়ানো হয় তাহলে তার থেকে অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কিন্তু সেখানকার মানুষ সেই গাছ কেটে রান্নার কাজ করছেন। দেশের গরীব মানুষদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়ে থাকে ‘উজ্জ্বলা’ প্রকল্পে। 

kerosine.1.1565536

কিন্তু অভিযোগ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা অনেক পরিবারই পাচ্ছে না। এর ফলে বহু পরিবারকে কেরোসিন তেলে রান্না করতে হচ্ছে। কিন্তু ক্রমাগত দাম বৃদ্ধি পাচ্ছে কেরোসিন তেলের। এর ফলে বহু গরীব পরিবার রান্নার জন্য বেছে নিচ্ছেন কাঠ কয়লা। এর ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য, অন্যদিকে, মারাত্মকভাবে শারীরিক ক্ষতি হচ্ছে মহিলা ও শিশুদের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর