খারাপ খবর শুনেও হাসি কোহলির মুখে! বিশ্বকাপে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল থেকেই আরম্ভ হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। প্রথম ম্যাচে গতবারের ফাইনালে দুই ফাইনালিস্ট ফের একবার মুখোমুখি হয়েছিল এবং দ্বিতীয় দিনে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। ভারতীয় দল (Indian Cricket Team) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে অক্টোবর মাসের ৮ তারিখে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (India vs Australia)। কিন্তু এই ম্যাচে একটা অভূতপূর্ব ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) কীর্তি ছুঁয়ে ফেলতে পারতেন শুভমান গিল (Shubman Gill)।

এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডের বিশ্বকাপের জন্য সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হচ্ছেন কোহলি। আর ভারতীয় দলের সবচেয়ে তরুণ প্রতিভাবান ক্রিকেটার শুভমান গিল। কোহলি নিজের কেরিয়ারে এই নিয়ে চতুর্থবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবেন তিনি। এর আগে এই মানের কোন টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নেই। তার কাছে এই অভিজ্ঞতা হবে একেবারেই নতুন। ২০১১ সালে কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই তিনি এই লোভনীয় ট্রফিটি ছুঁয়ে দেখার সুযোগ পেয়ে গিয়েছিলেন কোহলি। শুভমন গেল কি সেই একই সৌভাগ্য হবে? তা নিয়ে জল্পনা চলছে।

ভারতীয় হিসেবে বিরাট কোহলির নামের পাশে একটি অসাধারণ রেকর্ড রয়েছে। সচিন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব বা মহেন্দ্র সিংহ ধোনির মতো কোনও তারকাই এই কীর্তি গড়তে পারেননি। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে শতরান করেছিলেন বিরাট কোহলি। শুভমান গিলের সামনে রয়েছে সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ। যদিও ডেঙ্গু সংক্রমণ হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে তার মাঠে নামা নিয়ে সংশয়ে রয়েছে।

aus vs gill

আরও পড়ুন: প্রত্যেকটি দেশ পেলেও ভারতীয় দলকে এই সুবিধা দিতে পারলো না BCCI! চিন্তায় রাহুল দ্রাবিড়;

তবে তার এই রেকর্ডটি এইবার ছুঁয়ে ফেলতে পারেন প্রতিভাবান ভারতীয় ওপেনার শুভমান গিল। ভারতীয় স্কোয়াডের আরও অনেক ক্রিকেটারের মতো তিনিও এইবার প্রথম বিশ্বকাপ খেলতে নামছেন। আর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে যদি তিনি শতরান করতে পারেন তাহলে বিরাট কোহলির এই রেকর্ডটি তিনি ছুঁয়ে ফেলবেন। প্রসঙ্গত কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি অজি বোলিংয়ের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছিলেন।

আরও পড়ুন: বিশ্বকাপের শুরুতে গেরুয়া জার্সিতে মাঠে নামলেন রোহিত, কোহলি! সনাতন জার্সি, মন্তব্য ভক্তদের

কিন্তু তার ডেঙ্গু সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছে বিশ্বকাপের দ্বিতীয় দিনেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে তার মাঠে নামা অনিশ্চিত হয়ে রয়েছে। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন যে ভারতের তরুণ ওপেনারকে নিয়ে তারা এখনো আশা ছাড়ছেন না। তিনি জানিয়েছেন গিল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ম্যাচের দিন সকালে তিনি কেমন অবস্থায় থাকে তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর