বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একটা সময় ছিল যখন ভারতীয় টেস্ট দলে সেওবাগ, দ্রাবিড়, সচিন, সৌরভের মতো মহাতারকারা খেলতেন। কিন্তু তারা প্রত্যেকে একসঙ্গে ব্যর্থ হলে ভারতীয় সমর্থকরা যার ব্যাটিংয়ের দিকে তাকিয়ে বসে থাকতেন তিনি হলেন ভারতীয় দলের একসময়ের রক্ষাকর্তা ভিভিএস লক্ষ্মণ (VVS Laxmam)। তাকে অনেকেই ভারতীয় দলের (Indian Cricket Team) ক্রাইসিসম্যান বলে ডাকতেন। বর্তমান প্রজন্মের ভারতীয় ওডিআই দলে যেন ঠিক সেই একই ভূমিকা পালন করছেন লোকেশ রাহুল (KL Rahul)।
আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে অসাধারণ বোলিং করেছিল ভারতের বোলাররা। রবীন্দ্র জাদেজাদের দাপটে মাত্র ১৯৯ রানের স্কোরে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সহজেই ভারতীয় দল এই ম্যাচ জেতা নেবে আশা করেছিল সকলে। কিন্তু অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণ তেমনটা হতে দিল না।
মাত্র ২ রানের স্কোরে দুই ওপেনার এবং শ্রেয়স আইয়ারকে খুঁইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে অতি সহজেই ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করে দেবেন অস্ট্রেলিয়ার বোলাররা। কিন্তু ঠান্ডা মাথায় তাদের রুখে দিলেন লোকেশ রাহুল। কোন সুযোগ না দিয়ে ঠান্ডা মাথায় মূলত সিঙ্গেল এবং ডাবল সে রকম নির্ভর করে সম্পূর্ণ করেন নিজের হাফ-সেঞ্চুরি।
তার পাশাপাশি বিরাট কোহলি অসাধারণ ব্যাটিং করেছেন ঠিকই, কিন্তু তিনি অস্ট্রেলিয়াকে একাধিকবার সুযোগ দিয়েছিলেন। লোকেশ রাহুল ভারতীয় দল বিপদে থাকার সময় সেই ভুল করেননি। অস্ট্রেলিয়া যাকে এই ম্যাচের জন্য সবচেয়ে বড় অস্ত্র ভাব ছিল সেই অ্যাডাম জাম্পাকেই ভোঁতা করে দেন তিনি। চেন্নাই এর স্পিন বান্ধব উইকেটে তাকে কোনও সুযোগ না দিয়েই ব্যাটিং করেন রাহুল। বিরাট কোহলির সঙ্গে দেড়শো রানের পার্টনারশিপ তিনি করে দিতে পারবেন এমনটা হয়তো ওই পরিস্থিতিতে কোনও ভারতীয় সমর্থক কল্পনা করেনি।
আরও পড়ুন: ভাগ্য সঙ্গ দিতেই বিরাট উজ্জ্বল কোহলি! বিশ্বকাপের প্রথম ম্যাচেই টপকে গেলেন সচিন টেন্ডুলকারকে
এর আগে এশিয়া কাপেও একাধিকবার ভারতকে এমন বিপদজনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন রাহুল। আজ কিপিংয়েও উন্নতির লক্ষণ দেখিয়েছেন তিনি। মিডল অর্ডারে নিজের জায়গাটা বেশ পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। ভবিষ্যতে ভারতীয় দলকে তিনি এভাবে বিপদের মুখ থেকে উদ্ধার করে যাক এমনটাই প্রত্যাশা করবেন ভক্তরা।