নবীন উল হকের মুখোমুখি হওয়ার আগে অস্বস্তিতে কোহলি! এই কারণে রাতের ঘুম উড়েছে ভারতীয় তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভালো ফর্মে রয়েছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। অপরদিকে এশিয়া কাপে শোচনীয় পারফম‍্যান্সের পর বিশ্বকাপের প্রথম ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করেছিল আফগানরা। তবে এই ম্যাচটিকে বাড়তি মাত্রা দিচ্ছে কোহলি বনাম আফগান পেসার নবীন উল হকের (Naveen Ul Haq) দ্বৈরথ।

একজন ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির ধারে কাছে আসার মত সাফল্য অর্জন করতে পারেন নি নবীন। এই বিশ্বকাপের পরেই তিনি ওডিআই ফরম্যাট থেকে অবসর নেবেন। কিন্তু তাও এই ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার ঘটনা বাড়তে গুরুত্ব পাচ্ছে গত আইপিএলের কারনে।

গত বছর আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে প্রশংসনীয় পারফরম্যান্স করেছিলেন নবীন। কিন্তু বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তার দুর্ভাগ্যবশত বোলার হওয়া সত্ত্বেও তাকে ব্যাট হাতে নামতে হয়েছিল। তখন এবং ম্যাচ শেষে বিরাট কোহলির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে গৌতম গম্ভীরও নবীনের পক্ষ নিয়ে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন।

naveen virat

তারপর থেকে যতবারই ভারতের মাটিতে খেলেছেন নবীন তাকে ‘কোহলি, কোহলি’ ধ্বনির সামনে বোলিং করতে হয়েছে। আজও তেমনটাই হবে আশা করা যায়। আর এই ম্যাচের আগে শুধু নবীন একা নয়, সাথে আছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮৫ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে নেমেই শতরান! কিন্তু বাবর নয়, কোহলিকে নকল করলেন এই পাকিস্তান ব্যাটার

তবে কোহলির চাপে থাকার কারণটা সম্পূর্ণ ভিন্ন। আজকের ম্যাচ আয়োজিত হচ্ছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যেখানে বিরাট কোহলির নামের একটি স্ট্যান্ড রয়েছে। কোহলি এই ম্যাচে মাঠে নামার আগে জানিয়েছেন এই ব্যাপারটা তার কাছে খুবই অস্বস্তিজনক যে মাঠে খেলে তার আজকের বিরাট কোহলি সবার যাত্রাটা শুরু হয়েছিল, সেই মাঠে এখনো নিজের নামে থাকার স্ট্যান্ডের সামনে ব্যাটিং করতে হবে। যদিও বিরাট কোহলি অনুরাগীরা বিশ্বাস করেন যে ব্যাট হাতে মাঠে নামলে এমন কোনও অস্বস্তি আর বিরাট কোহলিকে গ্রাস করবে না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর