বাংলা হান্ট ডেস্ক : তারকাদের ক্যাটফাইটের কথা কারোরই অজানা নয়। দিনকয়েক আগেই দ্বন্দ্ব বেঁধেছিল অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং সোহিনী সরকারের (Sohini Sarkar) মধ্যে। ‘মাতঙ্গী’র শ্যুটিং চলাকালীন সোহিনী সরকারের সম্পর্কিত কিছু ঝামেলার জন্য শ্যুটিং ছেড়ে বেরিয়ে যান তৃণা। পরে শোনা যায়, মেকআপ রুম ও অন্যান্য সুযোগ সুবিধে পাওয়া থেকেই এই ঝামেলার সূত্রপাত। পরবর্তী সময়ে প্রোজেক্ট থেকেই বাদ পড়ে যান তৃণা।
আর এবার শোনা যাচ্ছে কিছুটা একইরকম ঘটনা ঘটেছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সাথেও। দিনকয়েক আগেই খবর মিলেছিল, খুব শীঘ্রই দেবশ্রী রায় (Debashree Roy) ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘হইচই’র নতুন ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’তে (Chemistry Masi) অভিনয় করতে চলেছেন তিনি। আর এই প্রোজেক্টেরই অংশ ছিলেন স্বস্তিকাও। তবে সূত্রের খবর, প্রোজেক্ট থেকে বাদ পড়েছেন ছোটপর্দার মা ঝিলমিল।
মিডিয়া সূত্রে খবর, এই নতুন ওয়েব সিরিজের ডেট নিয়ে চলছে বিস্তর সমস্যা। প্রথমে যে ডেট ঠিক করা হয়েছিল সেই ডেটে নাকি দেবশ্রীর অসুবিধা হচ্ছিল। দেবশ্রীর যখন সময় হল তখন স্বস্তিকার ডেট চাওয়া হলে তিনি জানান, তার অন্য কাজ আছে। কানাঘুষা শোনা যাচ্ছে, নির্মাতারা নাকি এরপর আর স্বস্তিকার কাছে ডেট নেননি। ঝিলমিলকে ছাড়াই শ্যুটিং শুরু করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন : ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সোজা দেবের নায়িকা! জীবন বদলে যাওয়ার গল্প বললেন সৃজা
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে দেবশ্রী সময় করতে পারেননি কারণ তার পথশিশুদের কিছু কাজে ব্যস্ত ছিলেন তিনি। আসলে রায়দিঘীর এই প্রাক্তন বিধায়ক অবলা জীবদের পেছনে অনেকটা সময় দেন। প্রয়োজনে তাদের জন্য রাস্তায় নেমে প্রতিবাদও করেন তিনি। এমনকি এই ঘটনার জের পৌঁছেছে আদালত অবধি। প্রথমে যে ডেট ঠিক হয় সেদিন নাকি এরকমই একটা কেসে আদালতে যেতে হয়েছিল দেবশ্রীকে।
আরও পড়ুন : স্বপ্ন সত্যি হল! শুভশ্রীর কোলে তোয়ালে মোড়া একরত্তি মেয়েকে দেখে জল্পনা নেটপাড়ায়
নতুন প্রোজেক্টের কথা বললে এতে দেবশ্রীকে দেখ যাবে এক ভ্লগারের চরিত্রে। তার জীবনজুড়ে রয়েছে রসায়ন। আর তিনি এই রসায়নকে বোঝান রান্নার মাধ্যমে। চিকেন রান্না করতে করতে দেবশ্রীর প্রশ্ন, ‘যে পরিমাণে চিকেন, দই আর মশলা মেশালাম- রান্নার আগে তার যা ওজন ছিল, রান্নার পরেও কি তার ওজন সমান? যদি না হয় তাহলে বাকি জিনিসগুলোর ওজন কোথায় গেল?’ এরপরেই তিনি বোঝান যে এর পেছনে রয়েছে ‘ল’জ অফ কেমিক্যাল কম্বিনেশন’। সিরিজটি পরিচালনা করেছেন সৌরভ চক্রবর্তী।