বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স আপ এবং এই বিশ্বকাপে পরপর দুই ম্যাচে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসকে হারিয়ে অসাধারণ ফর্মে থাকা নিউজিল্যান্ড। সাকিব আল হাসানরা (Shakib Al Hasan) ভারতের মাটিতে পা রেখেই জানিয়ে দিয়েছেন যে তারা সেমিফাইনাল খেলতে চান। প্রথম রাউন্ডের পর ভারতীয় দলের (Indian Cricket Team) চেয়ে এই দৌড়ে এগিয়েও ছিলেন তারা। কিন্তু ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে তারা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই আবার সেমিফাইনালে দৌড়ে তারা প্রত্যাবর্তন করবেন। সেই জন্য এই ম্যাচকে অনেকটাই গুরুত্ব দিচ্ছেন সাকিবরা। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচকেই কেন প্রত্যাবর্তনের ম্যাচ হিসেবে দেখছেন তারা? এর পেছনে অবশ্য একটি বিশেষ কারণ রয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা খেলতে নামছেন চেন্নাইয়ে। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচেই দেখা গিয়েছে এই স্পিনারদের কতটা সাহায্য করে। এই বিশ্বকাপে এখনো অবধি নিউজিল্যান্ড উন্নত মানের স্পিন খেলেনি। মেহেদী হাসান, সাকিব আল হাসানরা নিজেদের ঘূর্ণি ব্যবহার করে কিউয়িদের বেকায়দায় ফেলার স্বপ্ন দেখছেন।
আরও পড়ুন: হতাশ রোহিত ও কোহলি! শেষ বিশ্বকাপে তাদের হাত থেকে বড় সম্মান কেড়ে নিচ্ছেন এই তারকা
কিন্তু এই কাজটা একেবারেই সহজ হবে না। কারণ এই ম্যাচে নিউজিল্যান্ড দলে প্রত্যাবর্তন করছে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেটে সবচেয়ে ভালো স্পিন তিনি সামলাতে পারেন। তাই ফর্মে থাকার রাঁচিন রবীন্দ্র বা ডেভন কনওয়ের থেকে তাকেই অনেক বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক রেকর্ড গড়বেন রোহিত! শেষবার এমন কাজ করেছিলেন সৌরভ গাঙ্গুলী
বাংলাদেশের পরের ম্যাচ পুনের মাঠে ভারতের বিরুদ্ধে। শেষ চার ওডিআই সাক্ষাতে তিনবারই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। তাই সেই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবেন সাকিবরা। আর তার আগে যদি গতবারের রানার্স আপদের হারিয়ে দেওয়া যায়, তাহলে বিশ্বকাপের দৌড়ে তারা ফিরে আসতে পারবে বলেই ধারণা বাংলাদেশের ভক্তদের।