ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ডাবল অ্যাকশন! পুজোর আগে IMD-র নতুন রিপোর্টে ভয়ানক দুঃসংবাদ

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চতুর্দিকে শুরু হয়ে গিয়েছে পুজোর (Durga Puja) আবহ। পাশাপাশি জোরকদমে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। এদিকে মহালয়া যেতে না যেতেই শুরু হয়ে গিয়েছে পুজো উদ্বোধনের হিড়িকও। আর সেই কারণেই রাস্তায় ভিড় বাড়ছে মানুষের। তবে, পুজোর ঠিক প্রাকমুহূর্তেই সামনে এল বড়সড় দুঃসংবাদ। যেটি জানার পর মন ভারাক্রান্ত হবে প্রত্যেকেরই।

কারণ, উৎসবের মুখে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার ডাবল অ্যাকশনে এবার ভারী দুর্যোগের পূর্বাভাস দিয়েছে IMD (India Meteorological Department)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর জেরে টানা তিনদিন ধরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই IMD-র সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই দেশে পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব ঘটেছে। আর যার প্রভাব পড়েছে দেশের আবহাওয়াতেও।

Bad news came before Durga Puja

আগামী সোমবার থেকেই প্রভাব ফেলতে শুরু করবে এই ঝঞ্ঝা। যার ফলে সবথেকে বেশি প্রভাবিত হতে পারে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারত। এদিকে, এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ পুজোর ঠিক প্রাক্কালে দেশের উত্তরের পার্বত্য রাজ্যগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনকি, হতে পারে তুষারপাতও। যার ফলে তাপমাত্রাও হঠাৎ করে অনেকটাই নিম্নমুখী হবে।

আরও পড়ুন: আর শেষ হবে না নেট! জলের দরে প্রতিদিন আনলিমিটেড 5G ডেটার প্ল্যান আনল Jio

এই প্রসঙ্গে মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে যে, এটাই হবে মরশুমের প্রথম তীব্র ক্ষমতাসম্পন্ন পশ্চিমী ঝঞ্ঝা। এর পাশাপাশি চোখ রাঙাতে ব্যস্ত ঘূর্ণাবর্তও। যেটি আপাতত দক্ষিণ তামিলনাড়ু এবং নিম্ন ট্রপোস্ফেরিক স্তরের কাছাকাছি একটি অবস্থান করছে বলে জানা গিয়েছে। যার জেরে আগামী সোমবার থেকেই দ্রুত পাল্টাবে আবহাওয়া।

আরও পড়ুন: দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ সামনে আনল SBI! আপনারও কি আছে অ্যাকাউন্ট?

রবিবার রাতেই এটি পশ্চিমী ঝঞ্ঝার সাথে যুক্ত হতে পারে। ফলে বৃদ্ধি পাবে শক্তিও। IMD জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে এই প্রভাবের ফলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে, হিমালয় থেকে শুষ্ক উত্তর-পশ্চিমী বাতাস পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করে নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করবে বলেও জানা গিয়েছে। যার ফলে দেশের উত্তরের রাজ্যগুলি ছাড়াও, পঞ্জাব, হরিয়াণা, দিল্লি এবং রাজস্থানের কিছু অংশে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর