বাংলা হান্ট ডেস্ক: হাতে গোনা মাত্র ৩ দিন। তবে অপেক্ষা কিসের। এখন থেকেই কলকাতা (Kolkata) সহ বিভিন্ন জায়গায় ঠাকুর দেখার ঢল নেমেছে। আজ তৃতীয়া। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই চুটিয়ে দেখুন ঠাকুর। আজ বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। এককথায় পুজোর আনন্দ ডবল করে দিয়েছে ভালো আবহাওয়া।
গত শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। পুজোর সময় যে বৃষ্টির সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর পশ্চিমি ঝঞ্ঝার কারণে আজ ও আগামীকাল বুধবার আকাশে মেঘ জমতে পারে। যদিও বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। তাপমাত্রারও খুব বেশি হেরফের হবে না। আজ তৃতীয়ার দিন খুব সম্ভবত মেঘলা থাকবে আকাশ।
আরও পড়ুন: ১০ ঘণ্টা টানা জেরা! রাতে ED অফিস থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক, বললেন…
আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আপাতত। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরের দার্জিলিং কালিম্পঙ, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এছাড়া উত্তরের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।