বিশ্বকাপের মাঠে নমাজ রিজওয়ানের! অভিযোগ করায় আইনজীবীকে খুনের হুমকি পাকিস্তানের জঙ্গি সংগঠনের

বাংলা হান্ট ডেস্ক: চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তানের (Pakistan) তারকা উইকেট কিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) মাঠেই নামাজ পড়েছিলেন। গত ৬ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম (Rajiv Gandhi Stadium in Hyderabad) মুখোমুখি হয়েছিল দুই দেশ। তখনই এই ঘটনা ঘটে। মাঠে রিজওয়ানের নামাজ পড়ার ঘটনায় ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন হয়েছে বলে মনে করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল (Vineet Jindal)।

এই নিয়ে আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করিয়েছিলেন ওই আইনজীবী। কিন্তু এবার বিনীত জিন্দাল এক্স হ্যান্ডেলে লিখে জানালেন, আইসিসির কাছে অভিযোগ করায় তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন (Hizbul Mujahideen) নাকি তাঁকে খুনের হুমকি দিয়েছেন!

এক্স হ্যান্ডলে বিনীত লিখেছেন, ‘পাকিস্তানি ক্রিকেট প্লেয়ার মহম্মদ রিজওয়ান মাঠে নমাজ পড়েছিলেন। সেই কারণে আমি আইসিসি-র কাছে অভিযোগ করেছিলাম। এখন আমাকে ফোন করে খুনের হুমকি দিচ্ছে ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। আমি দিল্লি পুলিশের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করেছি।’ এই পোস্টেই বিনীত দিল্লির কমিশনার, দিল্লি পুলিসের বিশেষ শাখা ও ডিসিপি উত্তর-পশ্চিম দিল্লিকে ট্যাগ করেছেন।

চলতি বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল। সেই ম্যাচে রিজওয়ান ১১৩ রানের অসাধারণ সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে ছিলেন, এই জয় গাজার ভাই-বোনদের উৎসর্গ করেছেন তিনি। রিজওয়ানের এই পোস্ট নিয়েও বিস্তর বিতর্ক হয়।

এদিকে বিনীত আইসিসি-র কাছে লিখিত অভিযোগে দায়ের করে। রিজওয়ানের গাজার সমর্থনের পাশাপাশিই তাঁর প্রকাশ্যে ধর্মীয় ভাবাবেগ তুলে ধরার ঘটনাও উল্লেখ করেছিলেন ওই আইনজীবী। ক্রিকেটের মাঠে ধর্মীয় বিষয় তুলে ধরা ঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন বিনীত।

Monojit

সম্পর্কিত খবর