বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মরিয়া লড়াই করলেন নেদারল্যান্ডসের আধা পেশাদার, অভিবাসী ক্রিকেটাররা। কিন্তু আর একটা রূপকথা লিখতে ব্যর্থ হল স্কট এডওয়ার্ডসের দল। অপরদিকে মধুশঙ্কা ও রাজিতার দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে পাথুম নিশাঙ্কা ও সামারাবিক্রমার ব্যাটে ভর করে বিশ্বকাপে প্রথম জয় পেল শ্রীলঙ্কা
আজকে ব্যাট হাতে সেরা ডাচ পারফর্মার সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট ২০২১ সালেও কাজ করতেন নেদারল্যান্ডসের একটি ইনভেস্টমেন্ট ফার্মে। কিন্তু তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসাবে। তবে আজ ডাচদের হয়ে পেয়েছেন প্রথম ফিফটি। অভিজ্ঞ ব্যাটার ভ্যান বিকের সাথে মিলে নেদারল্যান্ডসের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তিনি গড়েছিলেন ১৩০ রানের রেকর্ড জুটি।
মূলত তাদের দুজনের ব্যাটে ভর করেই ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার নেদারল্যান্ডস প্রায় ৫০ ওভার অবধি ব্যাটিং করে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ২৬২ রানের টার্গেট রাখতে পেরেছিল। দুরন্ত বোলিং করে চারটি করে উইকেট নেন শ্রীলঙ্কার দুই পেসার রাজিতা (৪/৫০) এবং মধুশঙ্কা (৪/৪৯)।
আরও পড়ুন: লড়াই করেও হার মানতে বাধ্য হল পাকিস্তান! ওয়ার্নার, মার্শের দাপটে দুরন্ত জয় অস্ট্রেলিয়ার
এরপর রান তারা করতে নেমে কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা বেশিক্ষণ টিকতে পারেননি। কিন্তু অপর ওপেনার পাথুম নিশাঙ্কা ৫২ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন। তিনি আউট হওয়ার পর আশালঙ্কা (৪৪) ও ধনঞ্জয় ডি সিল্ভাকে (৩০) সঙ্গে নিয়ে ম্যাচ ফিনিশ করেন সাদিরা সামারবিক্রমা।
আরও পড়ুন: অবশেষে রাজি হলেন রোহিত শর্মা! ভারতের পরের ম্যাচে BCCI-এর ইচ্ছামতো দল নামাবেন তিনি
ধৃষ্টির ভঙ্গিতে মূলত সিঙ্গেল এবং ডাবলসের উপর ভর করে ১০৭ বলে ৯১ রানের একটা প্রশংসনীয় ইনিংস খেলেন তিনি। শ্রীলংকার এর পরের ম্যাচ শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে যারা এই মুহূর্তে খুব একটা ভালো ছন্দে নেই। সেই ম্যাচে আমার আগে এই জয় শ্রীলংকার আত্মবিশ্বাস বেশ কিছুটা বাড়িয়ে দিলো।