বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপের যাত্রার শুরুটা একেবারেই ভালোভাবে হয়নি। প্রথমে ভারত এবং তারপর দক্ষিণ আফ্রিকার কাছে বলতে গেলে বাজেভাবেই হার মানতে হয়েছিল ডেভিড ওয়ার্নারদের। অনেকেই অস্ট্রেলিয়াকে এরপর হিসেবের খাতা থেকে ছেঁটে ফেলেছিলেন। কিন্তু পরপর ম্যাচটিতে অস্ট্রেলিয়া এখন প্রমাণ করছে কেন তাদের ঝুলিতে পাঁচটি বিশ্বকাপ রয়েছে। আজ খাতায় কলমের দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩০৯ রানের বিরাট ব্যবধানে জয় পেল ম্যাক্সওয়েলরা। বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।
অবশ্য রেকর্ডের এখানেই শেষ নয়। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার তারকা এইডেন মার্করম বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। আজ সেই রেকর্ড ভেঙে গেল। জোস ইংলিশ আউট হওয়ার পর ম্যাচের ৩৯ তম ওভারে ব্যাট হাতে মাঠে নামলেন ম্যাক্সওয়েল। কতক্ষণে ডেভিড ওয়ার্নার শতরান (১০৪) করে এবং স্টিভ স্মিথ (৭১) দুর্দান্ত ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে বেশ ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। ৬২ রানের একটি আগ্রাসি ইনিংস খেলেছিলেন লাবুশানেও।
কিন্তু ম্যাক্সওয়েলের মাথায় এইদিন যেন খুন চেপেছিল। অবিশ্বাস্য আগ্রাসী ব্যাটিং করে মাত্র ৪০ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন তিনি। তাকে রোখার কোনও রাস্তা খুঁজে পাননি ব্যস দে লিড (২/১১৫), লোগান ভ্যান বিক-রা (৪/৭৪)। ৫০ ওভারে নেদারল্যান্ডসকে দূরমুশ করে ৩৯৯ রানের স্কোর খাড়া করে অস্ট্রেলিয়া। ৪৪ বলে নয়টি চার এবং আটটি ছক্কা সহ ১০৬ রান করে আউট হন তিনি।
এছাড়া আজ নিজের ইনিংসের শুরুর দিকে একদম কপিবুক মানা শটে রান কুড়িয়েছেন ম্যাক্সওয়েল। কিন্তু ইনিংস যত এগিয়েছে ততই যেন সেই বিধ্বংসী কসাইয়ের মতো নির্দয় ম্যাক্সওয়েলকে দেখা গিয়েছে। তার সুইট সিটগুলো যেন প্রত্যেকটা প্রতিপক্ষের কাছে এক একটা বার্তা ছিল যে অস্ট্রেলিয়া আবার স্বমহিমায় ফিরছে।
এরপর রান তাড়া করতে নেমে খড়কুটোর মত ভেঙে পড়ে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করা বিক্রমজিৎ সিং-কে রান আউট করেন সেই ম্যাক্সওয়েল। ৩ ওভারে মাত্র ৮ দিয়ে ৪ টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার পরবর্তী প্রতিপক্ষ অসাধারণ ফর্মে থাকা নিউজিল্যান্ড। তবে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে হার মানতে হয়েছিল তাদের। দুই দলের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’