ঘর সামলে চালান লোকাল ট্রেন! মেদিনীপুর টু হাওড়া, ট্রেন ছুটিয়ে ইতিহাস গড়লেন দীপান্বিতা

বাংলাহান্ট ডেস্ক : খড়্গপুরের দীপান্বিতা দাস ১০ বছরেরও বেশি সময় ধরে চালাচ্ছেন পণ্যবাহী ট্রেন। এবার ভারতীয় রেলের এই মহিলা চালক যাত্রীবাহী ট্রেন চালানো শুরু করলেন। রেলের পরিভাষায় তিনি যাত্রীবাহী ট্রেনের লোকো পাইলট হিসেবে নিযুক্ত হলেন। পদোন্নতির পর দীপান্বিতা দাস একাদশীর দিন প্রথম যাত্রীবাহী ট্রেন মেদিনীপুর থেকে চালিয়ে নিয়ে আসলেন হাওড়া।

দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, খড়্গপুর ডিভিশনের মেদিনীপুর-হাওড়া শহরতলি সেকশনে দীপান্বিতা প্রথম মহিলা হিসাবে ট্রেন চালালেন। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, দীপান্বিতা মেদিনীপুর স্টেশন থেকে বুধবার সকাল ৬:২০ মিনিটে যাত্রীবাহী ট্রেন নিয়ে রওনা দেন। এরপর হাওড়া পৌঁছে তিনি সকাল দশটা নাগাদ একই রুটের ট্রেন চালিয়ে ফিরে আসেন মেদিনীপুর।

আরোও পড়ুন : এবার কাশ্মীর ভ্রমণ হবে আরও মনোরম, ট্রেনে বসেই ৩৬০°তে দেখা যাবে ভূস্বর্গ! বড় বন্দোবস্ত রেলের

আদ্রা ডিভিশনের আনাড়াতে দীপান্বিতা যোগদান করেন ২০০৩ সালে। খড়গপুর ডিভিশনে বদলি হন ২০০৬ সালে। পণ্যবাহী ট্রেনের লোকো পাইলট হিসেবে তিনি ২০১৪ সালে কাজ করা শুরু করেন। দু মাসের প্রশিক্ষণ শেষ হওয়ার পর একাদশীর দিন দীপান্বিতা প্রথম যাত্রীবাহী ট্রেন চালান। রীতিমতো শোরগোল পড়ে যায় রেল কর্তৃপক্ষের অন্দরে।

আরোও পড়ুন : এবার কপাল খুলে যাবে শিক্ষকদের! দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, বদলে যাবে জীবন

প্রথমবার যেহেতু ট্রেন চালাচ্ছেন তাই রেলের নিয়ম অনুযায়ী সেদিন দীপান্বিতার পাশে ছিলেন চিফ লোকো ইন্সপেক্টর তপনকুমার সামন্ত। তপন বাবু বলেছেন, “লোকাল ট্রেন বুধবার সকালে হাওড়া নিয়ে যাই। আরো একটি লোকাল ট্রেন করে এরপর ফিরে আসি মেদিনীপুর।” খড়্গপুরের বাড়িতে দীপান্বিতার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

83b85310bf

দীপান্বিতার স্বামীও কর্মরত রেলে। ‘যে রাঁধে সে চুলও বাঁধে’, এই প্রবাদটির শ্রেষ্ঠ উদাহরণ দীপান্বিতা। এই সাফল্যের পর দীপান্বিতা দাস জানিয়েছেন, “সাধারণত একটু বেশি সময় লাগে যাত্রীবাহী ট্রেনে। ট্রেন চালানোর আগে হয় শারীরিক পরীক্ষা। নারী-পুরুষ বলে এখানে আলাদা কোনও ব্যাপার নেই। তবে আমার প্রমাণ করার কিছু নেই। অনেকদিন ধরে ট্রেন চালাচ্ছি, ভয়ের কিছু নেই আমার।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর