এবার কাশ্মীর ভ্রমণ হবে আরও মনোরম, ট্রেনে বসেই ৩৬০°তে দেখা যাবে ভূস্বর্গ! বড় বন্দোবস্ত রেলের

বাংলাহান্ট ডেস্ক : যুগের পর যুগ ধরে ভারতীয় রেল সাধারণ যাত্রীদের ভরসার অন্যতম মাধ্যম। যত সময় গেছে ততই ভারতীয় রেল নিজেদের আরও উন্নত করেছে। সর্বদা যাত্রীদের সুবিধার্থে একের পর এক বৈশিষ্ট্য যোগ করেছে রেল ব্যবস্থায়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ট্রেন নামানো হয়েছে ট্র্যাকে।

এবার ভারতীয় রেলের একটি নতুন সিদ্ধান্ত কাশ্মীরের পর্যটকদের মনে আনন্দের সঞ্চার করবে। জম্মু ও কাশ্মীরের সৌন্দর্যের কথা নতুন করে বলার কিছুই নেই। পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে কাশ্মীরকে। এবার যে সকল পর্যটকেরা কাশ্মীর ঘুরতে যাবেন তাদের জন্য রয়েছে একটি বড় চমক। উত্তর রেলওয়ে ট্রেনে বসেই জম্মু ও কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে।

আরোও পড়ুন : এবার কপাল খুলে যাবে শিক্ষকদের! দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, বদলে যাবে জীবন

উত্তর রেলওয়ে ভিস্তাডোম কোচ সংযুক্ত করেছে গত ১৯অক্টোবর থেকে। কাশ্মীরের অপূর্ব মনোরম পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন এই ভিস্তাডোম কোচে বসেই। বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত ১৩৫ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটি দিয়ে চলাচল করছে এই ভিস্তাডোম কোচ। বিমানের মতো আরামদায়ক বসার সিট রয়েছে এই ট্রেনে যা ৩৬০ ডিগ্রী পর্যন্ত ঘুরতে পারে।

kashmir

গ্লাস গম্বুজের ছাদ, অটোমেটিক দরজা এবং এলইডি স্ক্রিনের মতো সুবিধা থাকছে এই কোচে। ৪০টি আসন বিশিষ্ট ভিস্তাডোম কোচের ভাড়া ৯৪০ টাকা। বানিহাল থেকে বুদগাম এবং বারামুল্লা স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন। এই ট্রেন সপ্তাহে ছয় দিন পরিষেবা দেবে। রেলের আশা নতুন কোচের ফলে আরো বিকশিত হবে জম্মু ও কাশ্মীরের পর্যটন ক্ষেত্র।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর