বাংলা হান্ট ডেস্ক: আদালতে জ্ঞান হারালেন রেশন দুর্নীতি (Ration Corruption) কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Maliick)। শুক্রবার তাঁকে আদালতে (Court) তোলা হয়। এরপরই সওয়াল জবাবের পর ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক তনুময় কর্মকার। এরই মধ্যে রায় শোনার পরই আদালতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। বমিও (Vomit) করেন তিনি।
সঙ্গে সঙ্গে কোর্ট রুমের বাইরে পাখা চালিয়ে দেওয়া হয়। মন্ত্রীর পাশে এসে দাঁড়ান ইডির (ED) আধিকারিকরা। যদিও ততক্ষণে আদালতে ইডির বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করে। মন্ত্রীর অসুস্থতার জন্য ইডিকে দায়ী করে ‘শেম অন ইডি’ (Shame on ED) বলে স্লোগান দিতে শুরু করেন অনেকেই।
জানা যাচ্ছে, বর্তমানে বিচারকের বাতানুকূল ঘরে রয়েছেন জ্যোতিপ্রিয়। অসুস্থ মন্ত্রী হাসপাতালে যেতে চেয়েছেন। তাঁর পরিবারও চেয়েছে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে। এরপরই বিচারক নির্দেশ দেন, মন্ত্রীকে তাঁর এবং পরিবারের ইচ্ছে অনুযায়ী পছন্দের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সূত্রের খবর, বাইপাসের (Bypass) একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে জ্যোতিপ্রিয়কে।
উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে টানা ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। এরপর জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হয়। শুনানির পর ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দেন বিচারক। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে কমান্ড হাসপাতাল। জ্যোতিপ্রিয় বাড়ির খাবারই পাবেন, তবে তা প্রথমে খেতে হবে তাঁর মেয়েকে। দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয়।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডেও ডায়েরি রহস্যের উত্থাপন হয়েছে। গতকাল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের (Avijit Das) বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি উদ্ধার করা হয়েছে। মেরুন ডায়েরিতে ‘বালুদা’ নাম লেখা রয়েছে বলে দাবি ইডির।