বাংলাহান্ট ডেস্ক : বিনিয়োগের মাধ্যমে হিসেবে অধিকাংশ মানুষ ফিক্সড ডিপোজিট এর উপর ভরসা রাখেন। ফিক্সড ডিপোজিটের মাধ্যমে অত্যন্ত নিরাপত্তার সাথে আপনার টাকা গচ্ছিত থাকে ব্যাংকের কাছে। মেয়াদকালের সীমার উপর ভিত্তি করে ব্যাংক গচ্ছিত টাকার উপর সুদ প্রদান করে থাকে।
সরকারি ও বেসরকারি ব্যাংকে সুদের হার ক্রমাগত ওঠানামা করে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের নিরাপদ মাধ্যম নিঃসন্দেহে এই ফিক্সড ডিপোজিট। এই ফিক্সড ডিপোজিটের উপর বেশ কিছু নিয়ম পরিবর্তন হয় মাঝেমধ্যেই। ভারতের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের নিয়ম পরিবর্তন করে থাকে গ্রাহকদের সুবিধার্থে।
আরোও পড়ুন : মাধ্যমিক পাশেই হবে বাজিমাত! ডাক বিভাগে শুরু হচ্ছে কর্মী নিয়োগ, শিগগিরই করুন আবেদন
সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিট ভাঙার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই রয়েছেন যারা নির্দিষ্ট সময়ের আগেই ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলেন। আপৎকালীন অবস্থায় অনেকের অর্থের প্রয়োজন হলে ফিক্সড ডিপোজিট ভাঙতে বাধ্য হন কেউ কেউ। নিয়ম অনুযায়ী ১৫ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট সময়ের আগে ভাঙানো যেত না।
আরোও পড়ুন : নিউটাউনে ভিক্ষাবৃত্তি, ছেলেকে হারিয়ে পথে ষাটোর্ধ্ব বৃদ্ধা! ভাইরাল ভিডিও দেখে চোখে জল সবার
রিজার্ভ ব্যাংক এবার বদল আনল সেই নিয়মেই। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এবার থেকে আমানতকারীরা ১৫ লক্ষ টাকা নয়, এক কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট মেয়াদ পূর্তির আগে ভাঙাতে পারবেন। সময়ের আগে ফিক্সড ডিপোজিট ভেঙে ফেললে ব্যাংক কিছু জরিমানা ধার্য করে।
সুদের হারের ০.৫ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত হয়ে থাকে এই জরিমানার পরিমাণ। আবার কিছু ব্যাংকের এমন নিয়ম রয়েছে যদি আপনারা ফিক্সড ডিপোজিট ভেঙ্গে সেই ব্যাংকের অন্য স্কিমে টাকা জমান তাহলে জরিমানা দিতে হয় না। বর্তমানে বিভিন্ন ব্যাংকের অ্যাপের সাহায্য ঘরে বসেই ফিক্সড ডিপোজিট ভাঙা যায়।