বাংলা হান্ট ডেস্ক: জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) গ্রেফতারি নিয়ে রাজ্য-রাজনীতি সরগরম। আর এরই মধ্যে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তাঁর দাবি, তাঁর আপ্ত-সহায়ককে (Personal Assistant) চাপ দেওয়া হচ্ছে তাঁর নাম বলার জন্য।
উল্লেখ্য, এর আগে দমকল মন্ত্রীর আপ্ত-সহায়ককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি (ED)। কিন্তু তারপর থেকেই নাকি মন্ত্রীর নাম বলার জন্য তাঁর আপ্ত-সহায়ক নিতাই দত্তকে চাপ দেওয়া হচ্ছে।
শনিবার সুজিত বসু বলেন, ‘কোনও নেতা দোষ করে থাকলে তাঁকে গ্রেফতার করা হোক। কিন্তু অনেকের দোষ না থাকা সত্ত্বেও তাঁদের গ্রেফতার করা হচ্ছে, অসুস্থ করে দেওয়া হচ্ছে।’ এরপরই দমকলমন্ত্রী বলেন, ‘আমার আপ্ত-সহায়ক নিতাই দত্ত। ওর বাড়িতে ইডিকে পাঠানো হয়েছে। ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল। কিন্তু কিছুই পাওয়া গেল না। তারপর তাঁকে বলা হল, সুজিত বসুর নাম বলে দাও, তোমাকে ছেড়ে দেব। এটা কোন ধরনের অত্যাচার?’
উল্লেখ্য, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ঠিক একই অভিযোগ করেছিলেন। তাঁকেও নাম বলার জন্য কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি চাপ দিয়েছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক। এবার একই অভিযোগ তুললেন দমকলমন্ত্রী।
এই প্রসঙ্গে সুজিত বসুকে কটাক্ষ করেছেন বিজেপি (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) । তিনি বলেন, ‘তৃণমূলের কোনও নেতার জনমানসে কোনও গ্রহণযোগ্যতা নেই। এরা গরিব মানুষের মুখের খাদ্য বিক্রি করেছে।’