বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার পর টানা ছয় ম্যাচ বিশ্বকাপে (2023 ODI World Cup) অপরাজিত ভারত। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের পারফরম্যান্সে সবাই সন্তুষ্ট। অনেকেই মনে করছেন যে ভারতীয় দলের (Indian Cricket Team) সেমিফাইনাল খেলা এবার পুরোপুরি নিশ্চিত। কিন্তু সেই ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত নয় এখনও।
অংকের হিসাব বলছে যে ভারতীয় দল এখনো সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে যেতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও ভারত এই মুহূর্তে অসাধারন ছন্দে রয়েছে এবং নিজেদের বাকি তিনটি ম্যাচে তারা জয় পাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। পরিস্থিতির পরিবর্তন হয় এখানে নাটকীয়ভাবে।
ভারতীয় দল যদি নিজেদের শেষ তিনটি ম্যাচে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস এর কাছে হার মানতে বাধ্য হয় তাহলে ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা কঠিন হয়ে যাবে। কারণ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুটি দলেরই এই প্রতিবেদনটি লেখার সময় চারটি ম্যাচ খেলা বাকি রয়েছে। দুই দলই এই মুহূর্তে চার পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলে পিছিয়ে রয়েছে। কিন্তু টানা সেই চারটি ম্যাচে জিতলে দুই দলের পয়েন্টস ভারতীয় দলের বর্তমান পয়েন্টসের সমান হবে।
আরও পড়ুন: বিরাট কোহলি স্বার্থপর! ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের দিন বোমা ফাটালেন গম্ভীর
যদিও তেমনটা হওয়া সম্ভব নয়, কারণ আজ একে অপরের মুখোমুখি নেমেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। কিন্তু তাদের মধ্যে যেকোনো একটি দল যদি পরপর চারটি ম্যাচ জিতে নেয় এবং ভারত যদি নিজেদের শেষ ম্যাচগুলোতে জিততে না পারে তাহলে আবির্ভূত হবে রান রেটের হিসাব। সেখানে কোনওভাবে ভারত পিছিয়ে পড়লে তাদের সেমিফাইনালে টিকিট হাতছাড়া হতে পারে। আর সেমিফাইনালে আগে ভারতীয় দল যদি একটিও ম্যাচ হারে তাহলে সেটা তাদের মনে একটা বড় প্রভাব ফেলতে পারে। পয়েন্টস টেবিলে শীর্ষস্থানও খোয়াতে হতে পারে। নক আউট পর্যায়ের আগে সেই বিষয়টা একেবারেই চাইবে না রোহিত শর্মারা।
আরও পড়ুন: একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এই অভাবনীয় কীর্তি গড়লেন রোহিত!
যদিও এমনটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ভারত এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে এবং বিপজ্জনক দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোন সেই অর্থে কঠিন প্রতিপক্ষের সামনে মাঠে নামতে হবে না তাদের। যদিও চলতে বিশ্বকাপে বেশ কয়েকটি অঘটন দেখা গিয়েছে। তাই শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস ম্যাচে সতর্ক থাকতেই হবে ভারতীয় দলকে।