বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি উচ্চ প্রাথমিকের (Upper Primary Recruitment) নিয়োগে কাউন্সিলিং শুরু করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের (High Court Division Bench) নির্দেশ ছিল কাউন্সিলিং শুরু করলেও চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র দেওয়া যাবেনা।
আদালতের নির্দেশ ছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) চাইলে কাউন্সিলিং শুরু করতে পারবে। কোন শিক্ষক কোন স্কুলে চাকরি করবেন সেই প্রক্রিয়াও শুরু করতে পারবে কমিশন। তবে এখনও চাকরির সুপারিশপত্র দেওয়া যাবেনা। এই এই নির্দেশকে মান্যতা দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। আগামী ৬ নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে । তার আগেই বড় পদক্ষেপ।
যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন তাই প্রার্থীদের সুপারিশ পত্র বা রেকমেন্ডেশন লেটারের পরিবর্তে আপাতত সম্মতিপত্র বা অ্যাক্সেপটেন্স লেটার দেওয়া হবে। পরে হাইকোর্ট নির্দেশ দিলে চাকরিপ্রার্থীদের হাতে চাকরির সুপারিশপত্র তুলে দেওয়া হবে। তাই সবদিক বিবেচনা করে পরে যাতে সুপারিশপত্র দেওয়ার সময় কোনও ত্রুটি না হয় তাই প্রার্থীদের এই সম্মতি পত্র দেবে এসএসসি।
আরও পড়ুন: রেডি রাখুন ছাতা! একটু পরেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের এই সব জেলায়: আবহাওয়ার আপডেট
উল্লেখ্য, এই সম্মতিপত্রের একটি প্রতিলিপি থাকবে প্রার্থীর কাছে এবং অন্যটি স্কুল সার্ভিস কমিশনের কাছে। কোন প্রার্থী কোন স্কুল বাছাই করবেন তার প্রমাণপত্র হল এই সম্মতিপত্র। এসএসসি জানিয়েছে কালীপুজোর আগে পাঁচদিন কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে।
আবার ভাইফোঁটা, ছটপুজোর পর ফের ২২ নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু করা হবে, চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। নভেম্বর মাসে, ৬, ৭, ৮, ৯, ১০, ২২, ২৩, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০ নভেম্বর ও ১ এবং ২ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রিপোর্টিং টাইম সকাল ন’টা।