চলবেনা গড়িমসি, পাসপোর্ট নিয়ে কড়া নির্দেশ লালবাজারের! পুলিশি যাচাই হবে এত দিনের মধ্যে

বাংলা হান্ট ডেস্ক : পাসপোর্ট (Passport) বানানো এক বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। একবার পাসপোর্টের জন্য আবেদন করার পর প্রায় অনন্তকাল লেগে যায় ভেরিফাই (Verification) হতে। কিন্তু এবার সেখানে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতার লালবাজার (Lalbazar)। পুলিশের তরফে নির্দেশ এসেছে সত্বর কাজ সম্পূর্ন করার। এমনকি এই নিয়ে টাইমলাইনেরও ঘোষণা হয়ে গিয়েছে।

পুলিশের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে, এবার থেকে ২০ দিনের মধ্যেই পাসপোর্টের পুলিশি যাচাই প্রক্রিয়া সম্পূর্ন করতে হবে! শুধু তাই না, এতদিন যে পুলিশি যাচাইয়ের কাজ আটকে রয়েছে তা আগামী ৭ দিনের মধ্যেই শেষ করার নির্দেশ রয়েছে। ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস আম জনতার।

বিগত সময়ে পাসপোর্টের পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে বড় অভিযোগ ছিল সবারই। আবার পুলিশি যাচাই করতে গিয়ে টাকা নেওয়ার অভিযোগও পৌঁছেছে লালবাজারের কাছে। বহুক্ষেত্রে দেখা গিয়েছে পুলিশের দেরীর কারণেও পাসপোর্ট পেতে দেরী হয়ে যায়। সেসব সমস্যা যাতে আর না আসে সেজন্য থানার ওসিদেরও নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে।

আরও পড়ুন : জৌলুসহীন ব্যারাকপুর শিল্পাঞ্চল, দীপাবলির আগেই বন্ধ হয়ে গেল আরও এক জুট মিল, মাথায় হাত শ্রমিকদের

বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করেন নগরপাল বিনীত গোয়েল। আর তারপরই সমস্ত থানাকে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে। এছাড়া পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে কোনোরকম অভিযোগ এলে সত্বর কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। আপনাদের জানিয়ে রাখি যে, বর্তমানে পাসপোর্ট যাচাইয়ের কাজের দায়িত্বে থাকে থানা। এছাড়া সিকোয়োরিটি কন্ট্রোলও কিছুক্ষেত্রে যাচাইয়ের কাজ করে।

আরও পড়ুন : মিলে গিয়েছিল সৌরঝড়ের কথা! ২০২৪ নিয়ে বাবা ভাঙ্গা যা বলছেন, তা শুনলে ঘুম উড়বে

passport

উল্লেখ্য, প্রতিটি থানায় এক জন করে পাসপোর্ট অফিসার রয়েছেন এবং তারাই এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়া পুরো বিষয়টি আরও সহজ করার জন্য একটি অ্যাপও রয়েছে। কিন্তু এতকিছুর পরেও পাসপোর্ট যাচাই না হওয়ায় এমন পদক্ষেপ নিতেই হয়েছে লালবাজারকে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর