বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে। টানা সাতটি ম্যাচ জিতে তারা বুঝিয়ে দিয়েছ যে দেশের মাটিতে রোহিত শর্মার (Rohit Sharma) দলকে পরাস্ত করাটা একেবারেই সহজ ব্যাপার নয়। কিন্তু সেই কাজটা যদি কোনও দল করতে পারে তাহলে আপাতত সেই দলটা হলো দক্ষিণ আফ্রিকা। কাল ভারতের বিরুদ্ধে (India vs South Africa) মাঠে নামছে তারা। বিশ্বকাপে (2023 ODI World Cup) নেদারল্যান্ডসের বিরুদ্ধে অঘটন ঘটানো হারটি বাদ দিলে চলতে বিশ্বকাপের পাকিস্তান বাদে আর কোনও প্রতিপক্ষ তাদের চোখে চোখ রেখে লড়াই করতে পারেনি।
ব্যাট হাতে ডি কক, ডুসেন, মার্করম, ক্লাসেনরা যতটা ভালো ছন্দে রয়েছেন, বল হাতে ঠিক ততটাই ভালো ছন্দে রয়েছেন রাবাডা, লুঙ্গি, জেন্সন, মহারাজরা। যেকোনো প্রতিপক্ষকে বেকায়দায় ফেলে দেওয়ার ক্ষমতা রাখেন তারা একটু সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তাদের বিরুদ্ধে মাঠে নামা মানে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা।
আর এক্ষেত্রেই একটা মোক্ষম চাল রোহিত শর্মা আর দিতে পারেন। প্রথমে ব্যাটিং হোক বা রান-তাড়া, দুই ক্ষেত্রেই দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিংকে বেকায়দা ফেলার জন্য রোহিত শর্মা, মহম্মদ শামিকে একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। চলতে বিশ্বকাপে একবারও এখনো বল হাতে ওপেন করতে দেখা যায়নি শামিকে।
আরও পড়ুন: সেমিফাইনালে উঠতে পারিনি, কিন্তু ভারতের চেয়ে আমাদের স্পিনাররা এগিয়ে! হুঙ্কার বাংলাদেশ ভক্তদের
আর ঠিক এই জায়গাতেই দক্ষিণ আফ্রিকাকে বোকা বানাতে পারেন রোহিত শর্মা। নতুন বল হাতে বুমরা এবং সিরাজ জুটির জন্য প্রস্তুত হয়ে থাকবেন ডি কক-রা। মহম্মদ সিরাজ সবে ছন্দে ফিরেছেন। নতুন বল হাতেই তিনি বেশি বিপজ্জনক। তবে তার সঙ্গে বুমরাকে না ব্যবহার করে শামিকে ব্যবহার করতে পারেন রোহিত। দক্ষিণ আফ্রিকা বুমরার জন্য প্রস্তুত থাকবে নতুন বলের ক্ষেত্রে। আর চলতি টুর্নামেন্টে বারবার দেখা দিয়েছে যে প্রতিপক্ষ বোলার যেই হোক না কেন শুরু থেকেই আক্রমণ করছে তারা।
আরও পড়ুন: একই ম্যাচে একসাথে কোহলি ও সচিনকে ছুঁলেন রাঁচিন রবীন্দ্র! মাথায় হাত পাকিস্তানের
কিন্তু বুমরার জন্য প্রস্তুত থেকে যদি তারা ফর্মে থাকা শামিকে আচমকা বল হাতে ওপেন করতে দেখেন তাহলে কিছুটা দ্বিধায় পড়ে যাবে প্রোটিয়া টপ অর্ডার। এমন পরিস্থিতিতে তাদের পক্ষে ভুল করাটা অসম্ভব কিছু নয়। আর বুমরার সফল হওয়ার জন্য নতুন বল হাতে বোলিংয়ের প্রয়োজন নেই। ম্যাচের যে কোনও সময় তিনি দলকে উইকেট এনে দিতে পারেন। আর বুমরাকে শুরুতে ব্যবহার না করার অর্থ হলো মাঝের ওভারগুলিতে তাকে বারবার করে ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে সেটেল হতে না দেওয়া। এই ফোন দিতেই রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন ইনিংসের শুরুতেই।