বাংলা হান্ট ডেস্ক: তেলেঙ্গানায় ভোট প্রচারে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) (BRS) কার্যকরী সভাপতি কে টি রামা রাও (K T Rama Rao)। বৃহস্পতিবার আসন্ন বিধানসভা নির্বাচনের (Telangana Assembly Election) প্রচারের জন্য নিজামাবাদ জেলার আরমুর শহরে একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ভারত রাষ্ট্র সমিতির কার্যকরী সভাপতি।
সেখানে একটি গাড়ির উপরে ছিলেন কে টি রামা রাও। রোড শো করে এগিয়ে যাওয়ার সময় গাড়িটিতে হঠাৎই ব্রেক কষেন চালক। আর এর জেরেই ছিটকে পড়ে যান একাধিক নেতা। লোহার রেলিং ভেঙে গাড়ির ছাদ থেকে নেতারা মাটিতে পড়ে যান। ওই গাড়িতেই ছিলেন রামা রাও, বিআরএস নেতা এবং রাজ্যসভার সাংসদ সুরেশ রেড্ডিও (Suresh Reddy)। তড়িঘড়ি নিরাপত্তা কর্মীরা তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন। যদিও জানা গিয়েছে, রামা রাও মাটিতে ছিটকে পড়েননি।
কেটিআর জানিয়েছেন, তিনি সুস্থই রয়েছেন। তাঁর কোথাও আঘাত লাগেনি। এরপরেই ফের নিজামবাদের (Nizamabad) প্রচারের পর কোদাঙ্গলে একটি রোড শো-তে অংশ নিতে চলে যান। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হঠাৎই ব্রেক চাপতেই হুড়মুড়িয়ে পড়ে যান বহু নেতা।
Bharat Rashtra Samithi (BRS) working President K T Rama Rao fell from the campaign vehicle in Armoor of #TS
The reason cited is the vehicle collapsed with brake or overcrowding. Later the leader confirms he is doing good with @RaoKavitha pic.twitter.com/Hvn4XbWiSL— Deepika Pasham (@pasham_deepika) November 9, 2023
ঘটনাটি ঘটেছিল যখন কেটিআর এবং অন্য নেতারা রিটার্নিং অফিসারের অফিস পর্যন্ত একটি মিছিলে অংশ নিয়েছিলেন। সেখানে আরমুরের বিআরএস প্রার্থী জীবন রেড্ডি তাঁর মনোনয়ন জমা করতে যাচ্ছিলেন।