‘অনুরাগের ছোঁয়া-জগদ্ধাত্রী’কে টেক্কা দিয়ে সেরার সেরা ‘কার কাছে কই মনের কথা’! মানালির গলায় ভরপুর উচ্ছ্বাস

বাংলা হান্ট ডেস্ক : শুরুটা অত্যন্ত নেতিবাচকভাবে হলেও এখন রীতিমতো ফাটিয়ে দিচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। ছেলে-বৌমার ফুলশয্যা নষ্ট করতে শাশুড়িকে সেই ঘরে ঢুকে পড়তেও দেখানো হয়েছে। তবে এতদিন পর্যন্ত যে ‘অনুরাগের ছোঁয়া’কে (Anurager Chhowa) অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিল সেই সূর্য-দীপার জুটিকে হারিয়ে টিআরপি (TRP) তালিকায় সোজা এক নম্বরে জায়গা করে নিয়েছে মানালি দে-র এই সিরিয়াল।

আর হবে নাই বা কেন, শাশুড়ি-বৌমার এমন ভাব ভালোবাসা দেখানো হচ্ছে যা দর্শকরা ভালোবাসতে বাধ্য। আসলে প্রথম প্রথম মধুবালা শিমুলের উপর থেকে মুখ ফিরিয়ে থাকলেও বৌমার ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয়েছেন তিনি। রুক্ষ খোলসের মধ্যে থাকা নরম মনের মানুষটিকে টেনে বার করেছে শিমুল। এখন তো তিনি আপাদমস্তক ভালো শাশুড়ি।

ইতিমধ্যেই দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপুজোর কাজও করেছে। চাঁদা তোলা থেকে শুরু করে প্রতিমা আনা, পুজোর ব্যবস্থা করা, সবেতেই তিনি নিজের বৌমার সাথ দিয়েছেন। তবে এই বিষয়টা দর্শকরা পছন্দ করলেও মোটেও পছন্দ করছেনা পরাগ আর পলাশ। যদিও তাতে কারো বিশেষ ক্ষতি হয়নি, উলটে তরতরিয়ে বেড়েছে সিরিয়ালের টিআরপি। এহেন পরিস্থিতিতে কী বলছেন নায়িকা মানালি?

আরও পড়ুন : মোবাইল মার্কেট কাঁপাতে নতুন ডিল করলো Jio, হাত মেলালো Itel, Lava ও Nokia এর সাথে

আসলে জি বাংলার এই নয়া মেগায় একেবারে একাধিক ছক ভাঙা টপিক দেখানো হয়েছে। ম্যারিটাল রেপ থেকে শুরু করে শ্বশুরবাড়ির অত্যাচার, এবং সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সবটাই কভার করা হয়েছে এই সিরিয়ালে। মেয়েরা বেকার অবস্থায় বিয়ে করলেই যে দূর্বল নয়__সেই বার্তাই তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে। আর এবার এই বিষয়টা নিয়েই মুখ খুললেন মানালি।

আরও পড়ুন : এবার আরও বেশি ছুটি! ২০২৪ এর সরকারি ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ, রইল তালিকা

100957100

এইদিন এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘ভালো নম্বর পেতে ভালো লাগে। আমরা সবাই মিলেই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এত ভালো নম্বর পেলে সেই চেষ্টার মাত্রা আরও বেড়ে যায়। এই গল্পের মাধ্যমে আমরা সবসময়ই একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছি। তাই একটা লক্ষ্য থাকা ভালো।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর