মোবাইল মার্কেট কাঁপাতে নতুন ডিল করলো Jio, হাত মেলালো Itel, Lava ও Nokia এর সাথে

বাংলা হান্ট ডেস্ক : ভারতের (India) টেলিকম জগতে এক আমূল পরিবর্তন ঘটিয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (Jio)। সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্যাক এবং তার সাথে হাই-স্পিড 4G ইন্টারনেট প্রদানকারী এই সংস্থা গ্রাহকদের অন্যতম ফেভারিট হয়ে উঠেছে। তবে খুব শীঘ্রই 4G ফোনের দুনিয়াতেও পা রাখতে চলেছে এই কোম্পানি‌। শীঘ্রই বাজারে আসতে চলেছে জিও-র নয়া ফোন।

প্রসঙ্গত উল্লেখ্য, মাসকয়েক আগেই বাজারে লঞ্চ করেছে Jio-র নয়া ফোন JioBharat। যদিও এটি কোনও স্মার্টফোন নয়, বরং কিপ্যাড ফোন। এইমুহুর্তে এই লাইনআপে মোট তিনটি মডেল উপলব্ধ রয়েছে। তবে এবার নাকি আরও একটি নয়া ফোন লঞ্চ করার কথা ভাবনাচিন্তা করছে কোম্পানিটি। সম্প্রতি জিও-র এক আধিকারিক সুনীল দত্ত জানিয়েছেন, “জিও প্রায় ২৫ কোটি ২জি মোবাইল ব্যবহারকারীকে ৪জি নেটওয়ার্কের অধীনে নিয়ে আসার লক্ষ্য নিয়েছে। এই উদ্দেশ্য পূরণের জন্য আমাদের সংস্থা Itel, Lava, এবং Nokia -এর মতো বিভিন্ন ফিচার ফোন নির্মাতার সাথে কাজ করছে।”

এই বক্তব্য থেকে একটা কথা স্পষ্ট যে, জিও এখন উপরে উল্লেখিত সংস্থাগুলিকে জিওভারত ৪জি (JioBharat 4G) ফিচার ফোনের মতোই এক নয়া ভার্সন তৈরি করার কথা বলছে। এবং উল্লেগযোগ্য বিষয় হল এই যে, এই সংস্থাগুলিও নাকি এতে প্রাথমিক সম্মতি জানিয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নয়া ফোনের ডিজাইন, ফিচার্স ইত্যাদি নিয়ে কাজও শুরু হয়ে গেছে।

আরও পড়ুন : আগামী ৪৮ ঘন্টায় ঝোড়ো বৃষ্টির সতর্কবার্তা! কালীপুজো থেকে ভাইফোঁটা, কেমন থাকবে বাংলার আবহাওয়া? IMD রিপোর্ট

এইদিন সাক্ষাৎকারে সুনীল দত্ত আরো জানিয়েছেন যে, দেশের প্রতিটি নাগরিক যাতে জিওভারতের সুবিধা নিতে পারে তার জন্যই আইটেল, লাভা ও নোকিয়ার সাথে হাত মিলিয়েছে জিও। উল্লেখ্য, বর্তমানে বাজারে উপলব্ধ জিওভারতের মডেল গুলি হল, JioBharat V2, JioBharat K1 Karbonn, এবং JioBharat B1। প্রথম দুটি মডেল আপনি মাত্র ৯৯৯ টাকাতেই পেয়ে যাবেন। তৃতীয় মডেলের দাম একটু বেশি। এটি আপনি ১,২৯৯ টাকাতেই পেয়ে যাবেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর