আজ শিশির না থাকলে পাকিস্তানই জিততো! সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর এলো নতুন অজুহাত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিজেদের সম্মানটুকু বাঁচিয়ে ভারত (India) থেকে দেশে ফিরতে পারছে না পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে ৯৩ রানের ব্যবধানে হেরে দেশে ফিরছেন বাবর আজমরা (Babar Azam)। এই প্রথম কোন বিশ্বকাপে (2023 ODI World Cup) পাঁচটি ম্যাচ হারতে হলো পাকিস্তানকে। ফলস্বরূপ তাদের সমালোচনা হচ্ছে প্রচুর।

কিন্তু এখনও নিজেদের খারাপ পারফরম‍্যান্স হয়েছে এমনটা স্বীকার করতে নারাজ পাকিস্তান। বাবর আজমের মুখে একটি বিশেষ ম্যাচ নিয়ে আফসোস শোনা গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত এক উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান।

বাবর আজম সেই প্রসঙ্গেই কথা বললেন। চলতি টুর্নামেন্টে তারা শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে দাপট দেখিয়ে। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও তাদের জয় পাওয়ার কাজটা সহজ হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফল তাদের পক্ষে গেলে আজ নিউজিল্যান্ডের বদলে তারাই সেমিফাইনাল খেলতো এমনটা জানাতে ভুলেননি পাক অধিনায়ক।

আরও পড়ুন: ধোনি ও কোহলিকে পেছনে ফেলেছেন! কিন্তু সচিনকে টপকাতে ব্যর্থ হলেন শুভমান গিল

কিন্তু আজ ইংল্যান্ড যে ম্যাচে ৩৩৭ রান স্কোরবোর্ডে তুলল সেই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং এতটা ব্যর্থ কেন? কেন গুরুত্বপূর্ণ ম্যাচে বাবর আজম, রিজওয়ান, ইফতিকাররা দায়িত্ব নিতে পারলেন না? শেষ দিকে আফ্রিদি, রাউফদের আক্রমণাত্মক ব্যাটিং দেখে বোঝা গেল যে পিচে ব্যাটারদের জন্য সাহায্য রয়েছে। তাহলে পাকিস্তানের টপ অর্ডার ইডেন গার্ডেনসের এই ম্যাচে ব্যর্থ হল কেন?

আরও পড়ুন: জোড় করে কোহলির কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে রোহিতকে দিয়েছিলেন! স্বীকার করলেন সৌরভ

এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রাক্তন পাকিস্তান বোর্ড সভাপতি এবং বর্তমানে ধারাভাষ্যের কাজে ভারতে থাকা রামিজ রাজা। পাকিস্তানের ৪ উইকেট চলে যাওয়ার পর রামিজ জানালেন মাঠে শিশির পড়ায় উইকেট স্লো হয়ে গেছে। বল পিচ থেকে মসৃণ গতিতে ব্যাটে আসছে না। সাধারণত অন্যদিন বলে মাঠে শিশির পড়ায় বোলারদের বল গ্রিপ করতে অসুবিধা হয়। কিন্তু এদিন সম্পূর্ণ অন্য ধরনের অজুহাত শোনা গেল রামিজের মুখে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর