ডাচ বোলিংকে ছিন্নভিন্ন করে ব্যাটিং প্যাক্টিস করে বিশ্বরেকর্ড ভারতের! শতরান শ্রেয়স ও রাহুলের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) মাঠে নেমেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই ম্যাচে টস জেতার পর সেমিফাইনালের জন্য ব্যাটিং অনুশীলন করে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেনি। আর এই ম্যাচে গোটা টুর্নামেন্টে শতরান না পাওয়ার আফসোস মিটিয়ে নিলেন লোকেশ রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আর সেই সঙ্গে তৈরি হলো একটা বিশ্বরেকর্ড।

এই প্রথম বিশ্বকাপ ইতিহাসে কোনও দলের টপ পাঁচ ব্যাটার ৫০ রানের গন্ডি টপকান। এটি একটি বিশ্বরেকর্ড। আজ ব্যাট হাতে রোহিত শর্মা ৬১, শুভমান গিল ৫১, বিরাট কোহলি ৫১ রান করেন। তিনজনই শতরান করার সুযোগ হাতছাড়া করেন।

rohit kohli wc argu

নেদারল্যান্ডস খাতায় কলমে অনেক দুর্বল দল। কিন্তু তারা চলতি বিশ্বকাপে কিছু বড় দলকে বেগ দিয়েছে। তবে ভারতীয় ব্যাটিং তাদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করেছে, যেমনটা লিগ টেবিলের শীর্ষস্থানে থাকা দলের লিগ টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে করা উচিত।

আরও পড়ুন: এই প্রথমবার চলতি বিশ্বকাপে নিজের দমে হাফসেঞ্চুরি করলেন শুভমান গিল! খুশি হবেন সারা

চলতি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েও শতরান করার সুযোগ হাতছাড়া করেছিলেন শ্রেয়স। তবে আজ কাছাকাছি পৌঁছনোর পর সেই শতরান করার সুযোগ হাতছাড়া করেননি তিনি। বিশ্বকাপে নিজের প্রথম শতরান করে তিনি সেমিফাইনালের প্রস্তুতি সেরে নিলেন দুর্দান্তভাবে।

আরও পড়ুন: ইডেনে ধরাশায়ী পাকিস্তান! মাথা উঁচু করে বিদায় নিতে ব্যর্থ বাবররা, জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত ইংল্যান্ড

অপরদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতকে অসাধারণ জয় পেতে সাহায্য করলেও নিজের শতরান হাতছাড়া করেছিলেন লোকেশ রাহুল। আজ কোনওভাবেই সেই সুযোগ হারাতে রাজি ছিলেন না তিনি। ৫০ তম ওভারের প্রথম দুই বলে দুটি বিরাট ছক্কা মেরে নিজের শতরান নিশ্চিত করে ফেলেন তিনি। ৬৪ বলে ১১ টি চার ও ৪ টি ছক্কা সহ ১০২ রান করেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর