ইডেনে ধরাশায়ী পাকিস্তান! মাথা উঁচু করে বিদায় নিতে ব্যর্থ বাবররা, জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ টস সম্পূর্ণ হওয়ার পরেই বিশ্বকাপ (2023 ODI World Cup) থেকে পাকিস্তান (Pakistan Cricket Team) বিদায় নিয়ে নিয়েছিল। তাদের সেমিফাইনালে যোগ্যতাঅর্জনের অঙ্কটা আগে জটিল ছিল, কিন্তু ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং নেওয়ার পর সেটা অসম্ভব হয়ে পড়েছিল। ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ জিতে তারা সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু বাবর আজমদের (Babar Azam) সেই লক্ষ্য পূরণ হলো না।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে রুট, বেয়ারস্টো ও স্টোকসের হাফসেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৩৩৭ রান তুলেছিল ইংল্যান্ড। পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে গেলে সেই রান ৪০ বলে তাড়া করতে হতো। কিন্তু তাদের কাছে সুযোগ ছিল সেমিফাইনালে না উঠতে পারলেও ম্যাচ জিতে সম্মান রক্ষার।

england pak

কিন্তু সেই কাজেও তারা সফল হলো না। উল্টে ইংল্যান্ড এই ম্যাচ ৯৩ রানের ব্যবধানে জিতে নিয়ে ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেদের জায়গা পাকা করে নিলো। তারা তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের ওপরে রয়েছে এবং নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে।

আরও পড়ুন: ভারতীয় দলকে চমকে দিলো পাকিস্তান! সেমিফাইনালে রোহিতদেরই করবেন সমর্থন

আজ রান তাড়া করতে নেমে আরও একবার ব্যর্থ অধিনায়ক বাবর আজম। শুরুটা ভালো করলেও ৩৮ রানের ব্যক্তিগত স্কোরে তিনি ড্রেসিংরুমে ফেরেন। পাকিস্তানের ওপেনার যার ওপর বাবর আজমের অনেক ভরসা ছিল এবং ফর্মেও ছিলেন সেই ফখর জামান ৯ বল খেলে মাত্র ১ রান করেন। ইংল্যান্ডের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে ডেভিড উইলি ৩ উইকেট নেয় এইদিন। এছাড়া অ্যাটকিনসেন, আদিল রশিদ এবং মঈন আলী দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন: নেদারল্যান্ডস ম্যাচ কেবল নিয়মরক্ষা! সেমিতে এইভাবে বিপক্ষকে উড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনা কোহলিদের

পাকিস্তানের হয়ে কিছুটা লড়াই করেন আঘা সালমান। ডেভিড উইলির শিকার হওয়ার আগে ৪৫ বলে ৫১ রান করেছিলেন তিনি। তবে পাকিস্তানের তিন প্রধান পেশার এদিন ব্যাট হাতে অসাধারণ ব্যাটিং করেন। শাহীন আফ্রিদি ২৩ বলে ২৫, মহম্মদ ওয়াসিম ১৪ বলে ১৬ এবং হ‍্যারিস রাউফ ২৫ বলে ৩৫ রান করে পাকিস্তানের হারের ব্যবধান ১০০ রানের কমে নিয়ে আসেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর