ICC-র নিয়ম ভেঙে মুম্বাইয়ের পিচ বদলে ফেলার অভিযোগ BCCI-এর বিরুদ্ধে! বাড়তি সুবিধা পাবে ভারত?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) মাঠে নামতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠলো।

অস্ট্রেলিয়া ও অন্যান্য কিছু দেশের সংবাদমাধ্যম একটি বিশেষ অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম না মেনে বিসিসিআই ভারতীয় দলের সুবিধা অনুযায়ী পিচ নির্বাচন করেছে এই সেমিফাইনাল ম্যাচের জন্য। এই অভিযোগ প্রথমবার প্রকাশিত হয়েছে মেইল অনলাইনের প্রতিবেদনে।

pitch inspec

আগে ঠিক ছিল যে ভারত বনাম নিউজিল্যান্ডের এই ম্যাচ একটি সম্পূর্ণ অব্যবহৃত পিচে আয়োজিত হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে এর আগের ম্যাচে ব্যবহার করা উইকেটেই এই ম্যাচটি আয়োজন করা হচ্ছে। এর ফলে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন এমনটা আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটাররা যে চাপে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: BCCI-কে না জানিয়ে সেমির আগে রোহিতের নেতৃত্বে দিয়ে দেওয়া হল কোহলির হাতে! কে নিলো এমন সিদ্ধান্ত?

বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও সন্তুষ্ট নয় এমনও দাবি করা হয়েছে ওই বিশেষ প্রতিবেদনে। আইসিসি কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনশন এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট, এমনটাও দাবি করা হচ্ছে। শেষ পর্যন্ত পিচ কেমন আচরণ করে সেদিনের নজর থাকবে সকলের এবং টস হয়তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ম্যাচে জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে।

আরও পড়ুন: ধোনি ও কোহলিকে পেছনে ফেলেছেন! কিন্তু সচিনকে টপকাতে ব্যর্থ হলেন শুভমান গিল

তবে টার্নিং উইকেট শেষপর্যন্ত ভারতের ক্ষেত্রে বুমেরাং হয়ে দাঁড়াবে না তো। কারণ নিউজিল্যান্ড দলে রয়েছেন মিচেল স্যান্টনারের মতো দক্ষ স্পিনার। আর এই নতুন ভারতীয় দলকে এখনো অবধি বিশ্বকাপে খুব উঁচু মানের স্পিনের মোকাবেলা করতে হয়নি। একমাত্র কেশব মহারাজ ভারতীয় দলকে কিছুটা সমস্যায় ফেলেছিলেন। সেমিফাইনালে ভারতীয় দল কোনওরকম বিপাকে পড়ে গেলে পরে পিচ নিয়ে বিতর্ক যে তাদের তাড়া করবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর