বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটের ভারতীয় দলকে (Indian Cricket Team) নিয়ে একাধিক অদ্ভুত এবং বিরূপ মন্তব্য করে শিরোনামে এসেছেন। কখনো তারা ভারতীয় দলকে অতিরিক্ত এটা সম্পন্ন বলে বোলিং করতে দেওয়ার অভিযোগ তুলেছেন আইসিসি (ICC) বিরুদ্ধে। আবার তাদের মধ্যে কেউ কেউ হতশ্রী পারফরম্যান্সের পরে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) সমালোচনা করতে গিয়ে অপমান করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই-কে। এবার সেই তালিকায় নাম লেখালেন সিকান্দার বখত (Sikander Bakht)।
এবার তিনি আইসিসি এবং রোহিত শর্মার বিরুদ্ধে টসে কারচুপি করার অভিযোগ তুললেন। ম্যাচ রেফারি, ধারাভাষ্যকার, টস প্রতিনিধি এবং বিপক্ষ দলের অধিনায়ক উপস্থিত থাকা সত্ত্বেও তিনি টসের ফলাফলের দিকে আঙুল তুলে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন।
আরও পড়ুন: ঝগড়া অতীত! সচিনের রেকর্ড ভাঙার পর বিরাট কোহলিকে কোন সম্মান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
পাকিস্তানের হয়ে ২৬টি টেস্ট ও ২৭টি ওডিআই ম্যাচ খেলা এই প্রাক্তন ক্রিকেটার টস সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, “রোহিত শর্মা টসের সময় কয়েনটি অনেক দূরে ছুড়ে ফেলেন। এরপর অন্য অধিনায়কের পক্ষে এগিয়ে গিয়ে সেটা দেখা সম্ভব হয় না যে তিনি সঠিক সিদ্ধান্ত কল করেছেন কি না।”
আরও পড়ুন: সৌরভ, সচিনকে ছুঁলেন শামি! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা
তোর এই মন্তব্যের পর তার সমালোচনা করেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম। এর আগে তিনি হাসান রাজার ভারতীয় দলের পাখিদের থেকে আলাদা এবং উন্নত বল ব্যবহারের অভিযোগ নিয়েও মুখ খুলে ছিলেন এবং এই ধরনের বোকা বোকা মন্তব্য থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিলেন। আর এবার এই প্রাক্তন পাক ক্রিকেটারের এই মন্তব্যের পর প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার জানিয়েছেন যে তাদের জন্য তিনি লজ্জিত।