“মোদীর সবাই চুপ হয়ে যাবে”, বিশ্বকাপ ফাইনালের আগে গোটা পাকিস্তানকে খুশি করে দিলেন অজি অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আরম্ভ হবে বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালের লড়াই। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথের উত্তাপ অনুভব করার জন্য মুখে রয়েছেন ক্রিকেট ভক্তরা। ভারতীয় দল (Indian Cricket Team) অসাধারন ছন্দে রয়েছে এই বিশ্বকাপে। অপরদিকে প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়াও টুর্নামেন্টের শুরুটা খারাপ ভাবে করেছিল কিন্তু পরপর ম্যাচ জিতে এখন ফাইনাল খেলছে।

ফাইনালে নামার আগে অবশ্য আত্মবিশ্বাসী দেখিয়েছে অস্ট্রেলিয়া দলকে। দুই দলের অধিনায়ক দীর্ঘক্ষণ ধরে আহমেদাবাদের পিচ পর্যবেক্ষণ করেন শনিবার। তারপর সাংবাদিকদের সামনে এসে ম্যাচের আগের সাক্ষাৎকারে বেশ কিছু চমকপ্রদ মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

wc final photoshoot

চলতি টুর্নামেন্টে তারাই একমাত্র দল যারা ভারতীয় দলের টপ অর্ডারকে বিপাকে ফেলতে পেরেছিল। চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে আটকে ফেলার পর ভারতীয় দলকেও বিপাকে ফেলে দিয়েছিল অজিরা। আমার মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছিল ভারত।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ৪৫০, ভারত ৬৫! আহমেদাবাদে রোহিত শর্মাদের ধ্বংস করে দেওয়ার হুমকি অজি তারকার

কিন্তু এরপর বিরাট কোহলির সহজ ক্যাচ হাতছাড়া করেন মিচেল মার্শ। পর আর কোন সুযোগ না দিয়ে ভারতীয় মহতারকার লোকের রাহুলকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচটি নিয়ে নিয়ে যান। এই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে কমেন্টস বলেছেন যে ফাইনালে ওই জাতীয় কোন ভুল তারা করে আর ভারতকে কোনও সুযোগ দেবেন না।

আরও পড়ুন: ঝগড়া অতীত! সচিনের রেকর্ড ভাঙার পর বিরাট কোহলিকে কোন সম্মান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

কিন্তু আহমেদাবাদে তাদের ভারতের ১১ জনের পাশাপাশি ১ লক্ষ ৩০ হাজার জন দর্শকের। সেই সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়ে কামিন্স বলেছেন, “আমি জানি কাল গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম অবশ্যই আগামীকাল একতরফা ভারতকে সমর্থন জানাতে চলেছে৷ কিন্তু খেলার মাঠে ১ লাখ মানুষের ভিড়কে নীরব করার জন্য এর চেয়ে সন্তোষজনক আর কিছু নেই। আগামীকাল আমাদের জন্য এটাই লক্ষ্য।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর