বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications) সিম কার্ড (Sim Card) ক্রয়-বিক্রয়ের নিয়ম পরিবর্তন করেছে। এমতাবস্থায়, যাঁরা সিম ক্রয়-বিক্রয় করছেন তাঁদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন হতে হবে। অন্যথায় নিয়ম লঙ্ঘনের দায়ে জরিমানাসহ জেলে পর্যন্ত যেতে হতে পারে। মূলত, জাল সিম কার্ডের কারণে বাড়তে থাকে প্রতারণা রুখতে কঠোর হয়েছে কেন্দ্রীয় সরকার।
এমন পরিস্থিতিতে, সিম কার্ডের নতুন নিয়ম জারি করেছে টেলিকমিউনিকেশন বিভাগ। এই নিয়মগুলি গত ১ অক্টোবর, ২০২৩ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। যদিও, সরকার কর্তৃক আরও ২ মাসের অতিরিক্ত সময় দেওয়া হয়। এমতাবস্থায়, ১ ডিসেম্বর, ২০২৩ থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
আরও পড়ুন: সারারাত ছুটবে বন্দে ভারত! যাত্রীদের কথা মাথায় রেখে এই রুটে বিশেষ পরিষেবা শুরু রেলের
বাধ্যতামূলক হবে KYC: এদিকে, নতুন নিয়মের অধীনে, সিম কার্ড বিক্রেতাদের যাঁরা সিম কার্ড ক্রয় করছেন তাঁদের সঠিক KYC করতে হবে। পাশাপাশি, সরকার সিম কার্ড ক্রেতা ও বিক্রেতাদের একসঙ্গে একাধিক সিম কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর অর্থ ব্যবহারকারীরা একসাথে একাধিক সিম কার্ড ইস্যু করতে পারবেন না। এছাড়াও, একটি আইডিতে সীমিত সংখ্যক সিম কার্ড ইস্যু করা হবে।
আরও পড়ুন: এবার চাঁদে মানুষ পাঠাবে ভারত, জোরকদমে চলছে প্রস্তুতি, বড় পরিকল্পনা সামনে আনল ISRO
জেল ও জরিমানার বিধান: নিয়ম অনুসারে, সমস্ত সিম বিক্রেতাদের অর্থাৎ পয়েন্ট অফ সেল (PoS)-এর জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সমস্ত নিয়ম লঙ্ঘনের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি, জেলেও যেতে হতে পারে।
নিয়ন্ত্রণ করা হবে জালিয়াতি: উল্লেখ্য যে, এতদিন ধরে অনেক সিম কার্ড বিক্রেতা সঠিক ভেরিফিকেশন ছাড়াই নতুন সিম কার্ড ইস্যু করতেন। যা প্রতারণার কারণ হয়ে উঠছিল। এমতাবস্থায়, সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাল সিমকার্ড বিক্রির অভিযোগ পেলে সিম বিক্রেতাকে তিন বছরের জন্য জেলে যেতে হবে। এছাড়াও, তাঁর লাইসেন্স ব্ল্যাকলিস্ট করা হবে। বর্তমানে ভারতে প্রায় ১০ লক্ষ সিম কার্ড বিক্রেতা রয়েছেন। এঁদের মধ্যে বেশিরভাগই ব্ল্যাকে কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানে সিম কার্ড ইস্যু করেন।