চাকরি নয়, চাষ করেই লাখপতি ২২ বছরের যুবক! জেনে নিন সেই বিশেষ পদ্ধতি

বাংলা হান্ট ডেস্ক : হালফিলের মূল্যবৃদ্ধির দিনে চাকরির (Job) ভরসায় কয়জনই বা থাকতে চায়! তাছাড়া চাকরি পাওয়াটাও এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক তো প্রতিযোগিতার মার্কেট তার উপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। যার জেরে যোগ্যরা চাকরি পাচ্ছেনা আর অযোগ্যরা বড় বড় পদ দখল করে বসে আছে।

amit

এই চাষ করেই লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন

বেকারত্ব (Unemployment) বৃদ্ধির সময় চাকরির চেনা পথে না হেঁটে কৃষিকাজে মনোনিবেশ করল বিহারের (Bihar Man) এই যুবক। বলা ভালো রীতিমত তাক লাগিয়ে দিল দেশবাসীকে। কারণ আজ কেবল চাষ (Farming) করেই লক্ষ লক্ষ টাকা (Indian Rupee) আয় (Income) করছেন তিনি। বছর ২২ এর এই যুবক আজ ফলাচ্ছেন মাশরুম, ধনে এবং ক্যাপসিকামের মত চাহিদা সম্পন্ন সবজি। আয়ও হচ্ছে দারুন।

স্বপ্ন ছিল আর্মি জয়েন করার

জানা যাচ্ছে বছর ২২ এর আরিয়ান পশ্চিম চম্পারনের বাসিন্দা। ভূগোল নিয়ে স্নাতক ডিগ্রিও রয়েছে তার। ছোট থেকেই স্বপ্ন দেখেছিলেন আর্মি জয়েন করে দেশের সেবা করবেন তিনি। হ্যাঁ, দেশের জন্যই কাজ করছেন তিনি, তবে সেটা আর্মিতে না গিয়ে বরং ফসল ফলিয়ে। একটার পর একটা এক্সপেরিমেন্ট করে কৃষিকাজে নতুন দিশা দেখিয়েছেন তিনি।

অনুপ্রেরণা হয়ে উঠেছেন রাজ্যের অন্যান্য চাষিদের

আরিয়ানের মাঠে গেলেই দেখতে পাওয়া যায় ক্যাপসিকাম, ধনে পাতা, চিনা বাঁধাকপি এবং মাশরুমের সমাহার। তারমধ্যে কিছু চাষ তিনি করেছেন নেট শেডের মাধ্যমে। মাত্র ২২ বছর বয়সেই প্রায় ৫০ জন চাষীর কর্মসংস্থান তৈরি করেছেন তিনি। অনুপ্রেরণা হয়ে উঠেছেন রাজ্যের অন্যান্য চাষিদের।

amit1

হার না মানা জেদ

সূত্রের খবর, আরিয়ানের প্রতিভা এবং সমাজের প্রতি অবদানের জন্য পুরস্কৃতও করা হয়েছে তাকে। ছোটবেলার স্বপ্ন হয়ত পূরণ হয়নি তবে তার রাজ্যের শত শত চাষী আজ তার থেকে অনুপ্রেরণা নিচ্ছে এবং চাষের কাজ শিখছে। পাশাপাশি দেশের যুব সমাজ শিখছে কীভাবে হার না মেনে নতুন কিছু করার চেষ্টা সাফল্য এনে দিতে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর