ক্রিকেটের পর ফুটবলেও বাংলাদেশ ভক্তদের নোংরামি! বিরাট বড় আর্থিক জরিমানা করবে FIFA

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত এক মাসে বাংলাদেশের ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) সমর্থকরা বারবার সমালোচনার মুখে পড়েছেন। সাকিব আল হাসানের টাইমড আউট করে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ড্রেসিংরুমে ফেরত পাঠানো হোক, বা বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ভারতীয় দলের (Indian Cricket Team) হার উদযাপন করতে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের উগ্র-উল্লাস, বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। আর এই সামান্য কিছু সংখ্যাক উগ্র ক্রীড়াপ্রেমীদের অসভ্যতার কারণে গোটা বাংলাদেশকে সমালোচিত হতে হয়েছে।

kohli bangladesh fans

ক্রিকেটের পর ফুটবলেও:

সাম্প্রতিক অতীতে ভারতীয় ফুটবল দল কতবার লেবাননের বিরুদ্ধে মাঠে নেমেছে তা ভারতীয় ফুটবলপ্রেমীরা খুব ভালো করেই জানেন। এর মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের মতন গুরুত্বপূর্ণ ফাইনালে ভারতীয় দল লেবাননকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে। ফিফা ক্ষমতা তালিকায় এই মুহূর্তে ভারত রয়েছে ১০২ তম স্থানে এবং লেবানন রয়েছে ১০৪ তম স্থানে। চলতি বছরে চারবারের সাক্ষাতে লেবানন ভারতকে একটি ম্যাচে হারিয়েছে দুই বার ভারত জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপের (2026 Football World Cup) যোগ্যতা অর্জন পর্বে যখন বাংলাদেশ মুখোমুখি হয়েছিল তখন সেই দেশের ফুটবলপ্রেমীরা অত্যন্ত আগ্রহী হয়েছিলেন ওই ম্যাচটির জন্য।

বাংলাদেশ রুখে দেয় লেবাননকে:

আশ্চর্যজনকভাবে ফিফা ক্রম তালিকায় লেবাননের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও বিশ্বকাপের বাছাই পর্বের (World Cup Qualifiers) এই খেলায় ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননকে রুখে দেয় বাংলাদেশ (Bangladesh Football Team)। ওই ম্যাচে লেবাননের বিরুদ্ধে (Bangladesh vs Lebanon) বাংলাদেশকে সমতায় ফেরানো শেখ মোরসালিনের বিশ্বমানের গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত শেয়ার করছেন ফুটবলপ্রেমীরা। বাংলাদেশকে সমতায় ফিরিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ‘সিইইইউউউউ’ সেলিব্রেশন করেন ওই বাংলাদেশের ফুটবল।

আরও পড়ুন: T-20 বিশ্বকাপের আগে পরবর্তী রোহিত শর্মা পেলো ভারত! সাহসী ক্রিকেট খেলে চাপে ফেলেন বিপক্ষকে

বাংলাদেশ সমর্থকদের আচরণে ফিফার ক্ষোভ:

ফুটবল মাঠে সেদিন বাংলাদেশ ফুটবলারদের সমর্থন জানানোর জন্য স্টেডিয়াম সম্পূর্ণরূপে ভর্তি ছিল। কিন্তু ওই সমর্থকদের করা ভিডিওতেই নজরে আসা এক শ্রেণীর সমর্থকদের অশোভন আচরণের জন্য বেকায়দায় পড়তে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। মাঠে দর্শকদের আতশবাজি পোড়ানোর এবং নিরাপত্তা রক্ষীদের চোখে এগিয়ে দর্শকদের মাঠে ঢুকে পড়ার ঘটনার কারণ বাংলাদেশ নিজেদের হোম ম্যাচে ফিফার নিয়ম ভেঙেছে।

আরও পড়ুন: মহাকাশ নয়, নাসার বিজ্ঞানীরা ব্যস্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডায়েট নির্ধারণে! মন্তব্য পাকিস্তানের রামিজ রাজার

fans of bng

ফিফার পদক্ষেপ:

সেই জন্য জরিমানা করার বিষয়টি মৌখিকভাবে ফেডারেশনের কর্মকর্তাদের জানিয়েছেন মঙ্গলবার। নিয়ম ভাঙার এইসব ঘটনা ম্যাচ কমিশনারের চোখ এড়ায়নি। ম্যাচের পর তিনি বাফুফের কর্মকর্তাদের কাছে সব বিষয় উল্লেখ করে গিয়েছেন এবং তার রিপোর্টে উল্লেখ করবেন এটা স্পষ্ট বলে দিয়ে গিয়েছেন। স্টেডিয়ামের নিরাপত্তায় ঘাটতে ছিল এমন অভিযোগ যদি ফিফার কাছে পৌঁছয় তাহলে বাফুফের ১৫ থেকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর