T-20 বিশ্বকাপের আগে পরবর্তী রোহিত শর্মা পেলো ভারত! সাহসী ক্রিকেট খেলে চাপে ফেলেন বিপক্ষকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনালে হতাশাজনক ভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) হার মানতে বাধ্য হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রশংসা আদায় করে নিয়েছেন সকলের কাছ থেকে। যেভাবে সাহসী ব্যাটিং করে তিনি গোটা টুর্নামেন্টে সামনে থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, তা অত্যন্ত আলোচিত হয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। এখন তিনি বিশ্রামে রয়েছেন। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে (2024 T-20 World Cup) তিনি খেলবেন কিনা সেই নিয়েও প্রশ্নচিন্হ রয়েছে। তাই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বা মুকেশ কুমারের (Mukesh Kumar) মতো তরুণ তারকারা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নেমেছেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ:

বিশ্বকাপ ফাইনালে ঠিক তিনদিন পর আরম্ভ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের একাধিক ক্রিকেটার স্কোয়াডে রয়েছেন। কিন্তু তাদের মধ্যে সামান্য কয়েকজনকে নিয়ে এবং বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে মূলত টি-টোয়েন্টি স্পেশালিস্টদের দিয়েই অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে বিশাখাপত্তনমের মাটিতে দল নামিয়ে ছিল ভারতের বিরুদ্ধে। ভারতীয় দলে বিশ্বকাপের স্কোয়াড থেকে তিনজন খেলোয়াড় ছিলেন এবং তারা প্রত্যেকেই কাল মাঠে নেমেছিলেন। এই তিনজন হলেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

নতুন তারকার জন্ম:

ভারতের তরুণ তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে এত তাড়াতাড়ি নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তার নজর কারা পারফর্মেন্স এখনো মনে আছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। এরপর বিভিন্ন ফরম্যাটে ভারতীয় দলগুলোতে সামান্য সুযোগ পেয়ে নিজের যোগ্যতার বেশ কিছুটা প্রমাণ দিতে পেরেছিলেন এই তরুণ ওপেনার বিশ্বকাপের ঠিক আগে।

yashasvi jaiswal

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হেরে মন ভেঙেছে রোহিত শর্মার! BCCI-কে জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত

যশস্বীই নতুন রোহিত?

গোটা ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করেছেন ঠিক সেভাবেই কাল ব্যাটিং আরম্ভ করেছিলেন যশস্বী। কে বোলিং করছেন সেই পরোয়া না করে তিনি শুধুমাত্র আক্রমণ করে গেছেন। শেষ পর্যন্ত ৮ বলে ২১ রান করে তিনি ড্রেসিংরুমে ফেরেন। তার এই মনোভাব দেখে অনেকেই তাকে তুলনা করছেন রোহিত শর্মার সাথে। রোহিত শর্মা নিজেই ভারতীয় নির্বাচন জানিয়ে দিয়েছেন যে তার নাম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করার দরকার নেই। এমন পরিস্থিতিতে শুভমান গিলের সঙ্গে যশস্বীর জুটি ভারতীয় দলকে একটা নতুন দিগন্তের সন্ধান দিতে পারে।

আরও পড়ুন: ভারত সেরা দল ছিল না! বিশ্বকাপ শেষ হতেই রোহিত, কোহলিদের নিয়ে বোমা ফাটালেন গৌতম গম্ভীর

এখনও প্রয়োজন অভিজ্ঞতার:

তবে কাল বেশ কিছু ভুলও করেছেন যশস্বী। তার ভুল কলের কারণে কাল রান আউট হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। দল শুরুতেই একটা উইকেট হারিয়ে চাপে ছিল। এমন পরিস্থিতিতে একটি ওভারের প্রথম দুই বলে ১০ রান চলে আসার পর তার অতিরিক্ত আগ্রাসী হওয়ার প্রয়োজন ছিল না। নিজের উইকেটটা ছুড়ে আসা একসময় একশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ভারতীয় দল খুব চাপে পড়ে গিয়েছিল। তবে অভিজ্ঞ ঈশান, সূর্যকুমার এবং শেষ দিকে রিঙ্কুর ব্যাটে ভর করে জয় পেতে অসুবিধা হয়নি ভারতের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর