বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) বা পাকিস্তানেরও অনেক প্রাক্তন ক্রিকেটারই বর্তমানে ধারাভাষ্যকারের কাজ করছেন। অনেকেই বর্তমান ক্রিকেটারদের ব্যর্থতার সময় তাদের কড়া সমালোচনা করে থাকেন। বিশেষ করে কোনও টুর্নামেন্টে তারা ব্যর্থ হলে তারপর সেই ক্রিকেটারদের মারাত্মক সমালোচনা আরম্ভ হয়। কিন্তু ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ব্যর্থতার পর পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (2024 T20 World Cup) আগে এবার রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) নিয়ে উল্টো পথে হেঁটেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ওয়াসিম আক্রম (Wasim Akram)।
ভারতীয় দলে অনিশ্চিত কোহলি ও রোহিত:
ওডিআই বিশ্বকাপের ফাইনালে হতাশার পর ভেঙে পড়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারের পর দুজনেরই চোখে দেখা গিয়েছিল জলের ধারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের আর ভারতীয় দলে দেখা যাবে কিনা সেই নিয়ে বড় সন্দেহ রয়েছে। সূত্র মারফত পাব খবর অনুযায়ী রোহিত শর্মা নিজেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যে তাকে আর টি-টোয়েন্টি ফরম্যাটে বিবেচনা করার দরকার নেই। বিরাট কোহলিকে নিয়ে সেরকম কোনও সংবাদ না পাওয়া গেলেও সম্পূর্ণ নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না তিনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ হবেন।
ওয়াসিম আক্রমের মন্তব্য:
পাকিস্তানের বাকি ক্রিকেট বিশ্লেষকদের মত একতরফা সমালোচনা কোনওদিনই করেন না কিংবদন্তি বাঁ হাতি ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। গোটা টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলার পরে ফাইনাল ম্যাচে ব্যর্থ হওয়ার জন্য তিনি বিরাট কোহলি বার রোহিত শর্মার মতন অভিজ্ঞ ক্রিকেটারদের সমালোচনা করতে রাজি নন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে তার মতে ভারতীয় নির্বাচনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অবশ্যই রহিত শর্মা এবং বিরাট কোহলির নাম বিবেচনা করা উচিত।
আরও পড়ুন: বিশ্বকাপে সৌরভকে ছুঁয়েও তার নাগাল পেতে ব্যর্থ হয়েছেন রোহিত! ২০ বছর ধরে একাই আছেন মহারাজ
গৌতম গম্ভীরও একই পথে:
সাধারণত বর্তমান ক্রিকেটারদের প্রত্যেকটি ভুলের কড়া সমালোচনা করা গৌতম গম্ভীরও এই বিষয়ে ওয়াসিম আক্রমের সঙ্গে একমত। তার মতে ভারতীয় মিডিয়া, দর্শক এবং ভক্তরা ব্যক্তি পূজার আশ্রয় ছেড়ে দল হিসেবে যাবতীয় কাজ ও সমর্থন করলে ভারতীয় দলের লাভ হবে বেশি। কিন্তু এর জন্য তিনি মনে করেন না রহিত শর্মার এখনো অধিনায়কত্ব ছাড়ার প্রয়োজন আছে বা বিরাট কোহলির সরে যাওয়া উচিত। এই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা রোহিত শর্মাকে তিনি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বের দায়িত্ব দেখতে চান। একই কথা প্রযোজ্য বিরাট কোহলির ক্ষেত্রেও, এমনটা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভারত সেরা দল ছিল না! বিশ্বকাপ শেষ হতেই রোহিত, কোহলিদের নিয়ে বোমা ফাটালেন গৌতম গম্ভীর
টি-টোয়েন্টিতে অনুপস্থিত রোহিত, কোহলি:
গত বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর রোহিত শর্মা বা বিরাট কোহলির মতন অভিজ্ঞ ক্রিকেটারদের আর এই ফরম্যাটে খেলতে দেখা যায়নি। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়েই এই ফরম্যাটে শেষ কয়েক মাসে দল মাঠে নামিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মোটামুটি একটা সেট টিম তৈরিও হয়ে গিয়েছে তাদের নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই টিম ভেঙে কোহলি এবং রোহিতকে কি জায়গা দেবে বিসিসিআই।