বাংলা হান্ট ডেস্ক : বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা (Free Aadhar Card Update) বাড়িয়ে দিল কেন্দ্র। এর আগে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড (Aadhar Card) আপডেট করার সুযোগ দিয়েছিল ইউআইডিএআই (UIDAI)। সম্প্রতি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে ইউএডিএআই-র তরফে জানানো হয়েছে, বিনামূল্যে আধার আপডেটের জন্য আরও তিনমাসের মেয়াদ বাড়ানো হয়েছে।
সম্প্রতি এক বিবৃতি জারি করে ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (Unique Identification Authority of India) বা ইউআইডিএআই জানিয়েছে, বিগত দিনগুলিতে দেশবাসীর থেকে ভালো প্রতিক্রিয়া মিলেছে। আর সেই কারণেই আধার আপডেটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আগামী ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারবে দেশবাসী।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ দিয়েছিল ইউআইডিএআই। পরে সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ১৪ ডিসেম্বর। তবে মানুষের সুবিধার্থে সময়সীমাকে আরও তিনমাস বাড়ানোর সিদ্ধান্ত নিল ইউআইডিএআই।
আরও পড়ুন : মিটল বিবাদ, বাড়বে ভুটান-বাংলাদেশের সঙ্গে বাণিজ্য! চ্যাংড়াবান্ধা প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
আপনি ‘মাই আধার’ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে খুব সহজেই নিজের তথ্য আপডেট করতে পারবেন। তবে এই বিনামূল্যে পরিষেবা শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। আধার সেন্টারে গিয়ে তথ্য আপডেট করতে গেলে ফি হিসেবে লাগবে ৫০ টাকা। জানিয়ে রাখি, ১৪ মার্চের পর থেকে কেউ আধার আপডেট করতে গেলে তাকে আরও ২৫ টাকা দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইউআইডিএআই-র গাইডলাইন অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক।
কী কী তথ্য আপডেট করা যাবে?
মাই আধার পোর্টালে নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, ফোন নম্বর বা ইমেইল আইডি আপডেট করা যাবে। তবে আধার কার্ডের ছবি, আইরিশ বা বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য আপনাকে যোগাযোগ করতে হবে আধার সেন্টারে।
আরও পড়ুন : ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! বড় নাশকতার ছক দুষ্কৃতীদের, লাইনচ্যুত ট্রেনের ৭টি বগি, হতাহতের সংখ্যা বহু
কীভাবে আপডেট করবেন?
মাই আধার ওয়েবসাইটে যাওয়ার পর https://myaadhaar.uidai.gov.in/ – লিঙ্কে ক্লিক করতে হবে। লগ ইন করার জন্য সেখানে দিতে হবে আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি। এরপরে নাম, লিঙ্গ, জন্মতারিখ ও ঠিকানা আপডেট অপশনে ক্লিক করতে হবে। আপডেট বাটনে ক্লিক করার পর ‘প্রসিড টু আপডেট আধার’ অপশনে ক্লিক করলেই নতুন পেজ খুলে যাবে। যে সার্ভিস রিকোয়েস্ট নম্বরটি আসবে সেটি নিজের কাছে রেখে দেবেন।